KKR vs RCB Live: নায়ক শাহবাজ-আকাশ, কেকেআরকে ৩ উইকেটে হারাল আরসিবি
KKR vs RCB: আইপিএলের (IPL) ইতিহাসে প্রথম ম্যাচটি খেলা হয়েছিল এই ২ দলের মধ্যেই। বুধবার আইপিএলে মুখোমুখি সেই কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আন্দ্রে রাসেলের বলে ৬ ও ৪ মেরে চার বল বাকি থাকতে আরসিবিকে জেতালেন দীনেশ কার্তিক। ৩ উইকেটে ম্যাচ জয় ফাফ ডুপ্লেসিদের।
ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তুলে নিলেন সাউদি। ১৩ বলে চাই আর ১৮। কেকেআরের প্রয়োজন ৩ উইকেট।
টিম সাউদির বলে শরফেন রাদারফোর্ডের ক্যাচ দুরন্তভাবে ঝাঁপিয়ে ধরলেন শেলডন জ্যাকসন। ১৫ বলে ২২ চাই আরসিবির। তাদের স্কোর ১০৭/৬।
শাহবাজ আমেদকে (২০ বলে ২৭ রান) ফেরালেন বরুণ চক্রবর্তী। আরসিবির স্কোর ১৬ ওভারে ১০১/৫।
১৫ ওভারের শেষে আরসিবি ৯৩/৪। ম্যাচ জিততে ৩০ বলে চাই ৩৬ রান।
২৮ বলে ১৮ রান করে সুনীল নারাইনের বলে শর্ট মিড অনে দাঁড়ানো নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ডেভিড উইলি। ৬৩ রানে চার উইকেট হারাল আরসিবি।
৮.২ ওভারে আরসিবির স্কোর ৫৩/৩। ৬.১২ রান রেটে রান তুলছে আরসিবি।
ফাফ ডুপ্লেসিকে তুলে নিলেন টিম সাউদি। উমেশ যাদবের বলে কট বিহাইন্ড বিরাট কোহলি (১২)। ১৭ রানে তিন উইকেট আরসিবির।
শুরুতেই প্রত্যাঘাত উমেশ যাদবের। ফেরালেন অনুজ রাওয়াতকে। ১ ওভারের শেষে আরসিবির স্কোর ১০/১।
টিম সাউদিকে ফেরালেন হাসারাঙ্গা। আকাশ দীপ তুলে নিলেন উমেশ যাদবকে। ১৮.৫ ওভারে ১২৮ রানে অল আউট কেকেআর।
১৮ বলে ২৫ রান করে ফিরলেন আন্দ্রে রাসেল। বোলার হর্ষল পটেল। কেকেআরের স্কোর ৯৯/৮।
হাসারাঙ্গার বলে ফিরলেন সুনীল নারাইন (১২)। শেলডন জ্যাকসনকেও বোল্ড করে দিলেন হাসারাঙ্গা। ৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ৬৭/৬।
১০ বলে ১৩ রান করে হাসারাঙ্গার বলে ফিরলেন শ্রেয়স আইয়ার। কেকেআরের স্কোর ৪৬/৪।
কেকেআর শিবিরে ফের ধাক্কা বাংলার আকাশের। নীতিশ রানা ফিরলেন ১০ রান করে।
সিরাজের বলে পুল মারতে গিয়ে আউট অজিঙ্ক রাহানে (৯)। কেকেআরের স্কোর ৫ ওভারে ৩২/২।
নিজের বলেই ব্যক্তিগত ১০ রানে থাকা শ্রেয়স আইয়ারের ক্যাচ ফেললেন মহম্মদ সিরাজ।
বেঙ্কটেশ আইয়ারকে (১৪ বলে ১০ রান) শর্ট বলে চমকে দিয়ে কট অ্যান্ড বোল্ড করে ফেরালেন বাংলার আকাশ দীপ।
২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১০/০। ক্রিজে অজিঙ্ক রাহানে ও বেঙ্কটেশ আইয়ার।
টস জিতে ফিল্ডিং নিয়ে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি বললেন, 'আমি পিচ বিশেষজ্ঞ নই। তবে সন্ধের পরে শিশির পড়ছে। বল কিছুটা স্কিড করতে পারে।' দলে কোনও পরিবর্তন করেনি আরসিবি।
টস জিতে প্রথম ফিল্ডিং আরসিবির, শিবম মাভির পরিবর্তে টিম সাউদিকে খেলাচ্ছে কেকেআর।
পুরনো দল কেকেআরের বিরুদ্ধে দীনেশ কার্তিক হতে পারেন আরসিবির এক্স ফ্যাক্টর, বলছেন প্রাক্তন নাইট স্পিনার সৌরাশিস লাহিড়ী।
প্রেক্ষাপট
মুম্বই: আইপিএলের (IPL) ইতিহাসে প্রথম ম্যাচটি খেলা হয়েছিল এই ২ দলের মধ্যেই। সেই ম্যাচে ব্রেন্ডন ম্যাকালামের দুরন্ত শতরানের সৌজন্য় আরসিবিকে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কলকাতা নাইট রাইডার্স। ম্যাকালাম এখন কেকেআরের কোচ। আজ তাঁর কোচিংয়েই কেকেআর আরও একবার আমনে সামনে আরসিবির (KKR vs RCB)। মাঝের ১৫ বছরের ভোল পাল্টেছে ২ দলেরই। কলকাতা যেখানে ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন, সেখানে এখনও পর্যন্ত একবারের জন্যও ট্রফি জিততে পারেনি আরসিবি। এই কয়েক বছরে একাধিকবার মুখোমুখি হয়েছে ২ দল। কে বেশি টেক্কা দিয়েছে প্রতিপক্ষকে?
আইপিএলের ইতিহাসে মুখোমুখি কেকেআর-আরসিবি
মোট ম্যাচ- ২৯ কলকাতা নাইট রাইডার্স জয়ী- ১৬ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালাের জয়ী- ১৩
প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নিয়ে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটে-বলে সব বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে নাইটরা। অধিনায়ক হিসেবেও ছাপ রেখেছেন শ্রেয়স আইয়ার। ওপেনিংয়ে রান পেয়েছেন অজিঙ্ক রাহানে। বল হাতে জ্বলে উঠেছে উমেশ যাদব। সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের উপস্থিতি প্রতিবারের মতো এবারও দলের ভারসাম্য বাড়িয়েছে।
অন্যদিকে আরসিবি তাদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। আজ ২ দলই ২২ গজে মুখোমুখি হতে চলেছে। প্রথম ম্যাচে জয়ের পর কেকেআর এই ম্যাচেও আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। তবে আরসিবি প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া। এবারের টুর্নামেন্টে তারা তাদের প্রথম জয়ের খোঁজে রয়েছে।
কেকেআর তাদের শিবিরে এই ম্যাচে ২ টো পরিবর্তন করতে পারে। আগের ম্যাচে স্যাম বিলিংস খেললেও এই ম্যাচে মহম্মদ নবিকে খেলানো হতে পারে। অন্যদিকে টিম সাউদিও প্রথম একাদশে ঢুকে পড়তে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -