LSG vs DC LIVE Score: ম্যাকগার্ক-পন্থের সুবাদে লখনউকে সাত উইকেটে সহজে হারাল দিল্লি ক্যাপিটালস

IPL 2024, LSG vs DC LIVE Score: দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে আজকের ম্যাচে ময়ঙ্ক যাদব মাঠে নামতে পারবেন না, বলে আগেভাগেই জানিয়ে দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার।

ABP Ananda Last Updated: 12 Apr 2024 11:12 PM
LSG vs DC LIVE: দিল্লির জয়

১১ বল বাকি থাকতেই ছয় উইকেটে লখনউকে হারাল দিল্লি ক্যাপিটালস। ছক্কা মেরে দলকে জেতালেন ট্রিস্টান স্টাবস। নাগাড়ে ছয়বার রান তাড়া করতে নেমে হারার পর অবশেষে জয় পেল দিল্লি।

LSG vs DC LIVE Updates: অভিষেকেই অর্ধশতরান

নিজের অভিষেকেই অর্ধশতরান হাঁকিয়ে সকলকে প্রভাবিত করলেন ম্যাকগার্ক। ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৪ ওভার শেষে দিল্লির স্কোর ১৩৬/২। ম্যাকগার্ক ৫২ ও পন্থ ৩৬ রানে ব্যাট করছেন। ছয় ওভারে দিল্লির জয়ের জন্য আর মাত্র ৩২ রানের প্রয়োজন।

LSG vs DC LIVE: ছন্দে পন্থ

দুরন্ত ছন্দে ঋষভ পন্থ। স্টোইনিসের বলে দুই চার মারলেন তিনি। ১২ ওভারে শতরানের গণ্ডি পার করল দিল্লি। পন্থ ২৯ ও ম্যাকগার্ক ২৫ রানে ব্যাট করছেন। পন্থের ব্যাটিং দেখে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও মুখে হাসি।

LSG vs DC LIVE Updates: ইনিংসের মাঝপথে দিল্লি ৭৫/২

ইনিংসের মাঝপথে, ১০ ওভার শেষে দিল্লির স্কোর ৭৫/২। পন্থ আট ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক ২১ রানে ব্যাট করছেন । 

LSG vs DC LIVE: দ্বিতীয় সাফল্য
ছন্দে থাকা পৃথ্বী শকে রবি বিষ্ণোইয়ের বলে দুরন্ত ক্যাচ নিয়ে ফেরালেন নিকোলাস পুরান। ৩২ রানে আউট হলেন দিল্লি ওপেনার। ৭ ওভার শেষে দিল্লির স্কোর ৬৩/২।
LSG vs DC LIVE Updates: ভাল শুরু

ব্যাট হাতে ক্যাপিটালসের হয়ে শুরুটা ভালই করেছেন পৃথ্বী শ। ১৬ রানে ব্যাট করছেন তিনি। তিন ওভার শেষে স্কোর বিনা উইকেটে ২২ রান। 

LSG vs DC LIVE: আয়ুষদের লড়াই

দুরন্ত লড়াই আয়ুষ-আর্শাদের। ৫৫ রানে অপরাজিত রইলেন আয়ুষ। আর্শাদের সংগ্রহ ২০ রান। সাত উইকেটেই ১৬৭ রান তুলল লখনউ।

LSG vs DC LIVE Updates: অষ্টম উইকেটে ফেরার লড়াই

অষ্টম উইকেটে লখনউয়ের হয়ে দুরন্ত লড়াই চালাচ্ছেন আর্শাদ এবং আয়ুষ বাদোনি। দুইজনে ইতিমধ্যেই ৪৯ রান যোগ করে ফেলেছেন। সেই পার্টনারশিপ ভাঙার সুযোগ থাকলেও, খলিলের বলে আর্শাদের ক্যাচ ফেলেন পৃথ্বী শ। ১৮ ওভার শেষে স্কোর ১৪৩/৭।

LSG vs DC LIVE: ৩৫ বল বর চার

৩৫ বল অর্থাৎ প্রায় ছয় ওভার পর লখনউয়ের হয়ে ১৫তম ওভারের দ্বিতীয় বলে চার মারেন আয়ুষ বাদোনি। তবে পরের চার মারতে তিন মিনিটও অপেক্ষা করতে হল না তাঁকে। পরের বলেই আসল আরেক চার। ১৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ১১৪/৭।

LSG vs DC LIVE Updates: চাপ বাড়ল

দিল্লি ক্যাপিটালসের দুরন্ত বোলিং অব্যাহত। শতরানের গণ্ডি পার করার আগেই সাত উইকেট হারিয়ে ফেলল লখনউ। এবার ক্রুণালকে তিন রানে ফেরালেন মুকেশ কুমার। ১৩ ওভার শেষে লখনউয়ের স্কোর ৯৪/৭। 

LSG vs DC LIVE: ব্যাটিং ধস

মাত্র ২৩ রানের ব্যবধানে চার উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস। সেট রাহুলকে ৩৯ রানে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় সাফল্য পেয়েছিলেন কুলদীপ। এবার সাফল্য পেলেন ইশান্ত শর্মা। দীপক হুডা ১০ রানে ফিরলেন। ১২ ওভার শেষে স্কোর ৯০/৬। 

LSG vs DC LIVE Updates: ফিরতি ম্যাচেই ছন্দে কুলদীপ

চোট সারিয়ে মাঠে ফিরেই দুরন্ত ছন্দে কুলদীপ যাদব। পরপর দুই বলে মার্কাস স্টোইনিস এবং নিকোলাস পুরানকে যথাক্রমে আট ও শূন্য রানে ফেরালেন কুলদীপ। ৬৬ রানে চার উইকেট হারিয়ে ফেলল লখনউ। 

LSG vs DC LIVE: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভার শেষে লখনউয়ের স্কোর ৫৭/২। রাহুল ৩০ ও স্টোইনিস দুই রানে ব্যাট করছেন। ষষ্ঠ ওভারে মুকেশ কুমার ১০ রান খরচ করলেন।

LSG vs DC LIVE Updates: দুরন্ত খলিল

পাওয়ার প্লেতে নিজের তৃতীয় ওভারের শুরুটা দুরন্ত এক বাউন্সারের মাধ্যমে করেছিলেন খলিল। প্রথম বলেই তীক্ষ্ণ বাউন্সারে দেবদূত পাড়িক্কালকে ব্যাকফুটে পাঠিয়ে দেন তিনি। ঠিক পরের ফুল লেংথ বলেই এলবি হন পাড়িক্কাল। তার পরের বলে খলিল আরও একটি উইকেট পেতেই পারতেন। তবে মার্কাস স্টোইনিসের স্ট্রেট ড্রাইভ তাঁর হাতে আসলেও খলিল বল তালুবন্দি করতে পারেননি। ৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ৪৭/২। কেএল রাহুল ২১ ও মার্কাস স্টোইনিস ১ রানে ব্যাট করছেন।       

LSG vs DC LIVE: প্রথম উইকেটের পতন

প্রথম ওভারে এলবিডব্লুর আপিল করেও সাফল্য় পাননি। তবে সেই খলিলই কুইন্টন ডি কককে সাজঘরে ফেরালেন। দুরন্ত ছন্দে দেখানো ডি কক ১৩ বলে ১৯ রান সাজঘরে ফিরলেন। আম্পায়ার তাঁকে আউট দিলে ডি কক সিদ্ধান্ত রিভিউ করেন বটে, তবে তাতে সিদ্ধান্ত বদল হয়নি। ২৮ রানে প্রথম উইকেট হারাল লখনউ।  

LSG vs DC LIVE Updates: ঘটনাবহুল প্রথম ওভার

খলিল আমেদের প্রথম ওভার বেশ ঘটনাবহুলই হল। ডি কক খলিলকে দুই চার মারলেও, তার বিরুদ্ধে এলবিডব্লুর জোরাল আপিল হয়। অবশ্য আম্পায়ার তাঁকে নট আউট দেন। ওভার শেষে বিনা উইকেটে স্কোর ১০ রান। 

LSG vs DC LIVE: টস জিতলেন রাহুল

রান ডিফেন্ড করেই শেষ তিন ম্যাচে জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। দিল্লির বিরুদ্ধেও টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন লখনউ অধিনায়ক কেএল রাহুল। তাঁর সিদ্ধান্ত লখনউয়ের শিশিরের কথা মাথায় রেখেই বলে জানান লখনউ অধিনায়ক।

প্রেক্ষাপট

লখনউ: এখনও পর্যন্ত মাত্র একটি জয় ছিনিয়ে নিতে পেরেছিল দিল্লি ক্যাপিটালস চলতি টুর্নামেন্টে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ঋষভ পন্থের (Rishabh Pant) দল। এরপর থেকে আর কোনও ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পারেনি দিল্লি (Delhi Capitals)। অন্যদিকে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants) ৪ ম্য়াচ খেলে তিনটি জিতে এখনও পর্যন্ত ৬ পয়েন্ট ঝুলিতে নিয়ে বসে আছে। আজ এই দুটো দলই মুখোমুখি হতে চলেছে আইপিএলের ২২ গজে।


পন্থের চোট সারিয়ে ফেরা ছাড়া এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের কোনও কিছুই ভাল হচ্ছে না। পৃথ্বী শ ফিরে আসার পর চেন্নাই ম্য়াচে জয় পেয়েছিল দিল্লি। কিন্তু এরপর ফের হারের মুখ দেখতে হয়েছে। শুরুতে ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে নামছেন তিনি। কিন্তু অতিরিক্ত ডিফেন্ডিং খেলতে গিয়ে কি দলকে সমস্যায় ফেলছেন পৃথ্বী? যদিও মুম্বইয়ের ডানহাতি তরুণ এই ওপেনার বেশ কয়েকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন চলতি মরশুমে একাদশে সুযোগ পাওয়ার পর। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্য়াচে অর্ধশতরানও করেছেন। বোলিং লাইন আপেও দুর্বলতা চোখে পড়েছে। আগের ম্য়াচে আনরিচ নোখিয়ার মত অভিজ্ঞ পেসার শেষ ওভারে ৩২ রান খরচ করেছেন। এছাড়া মুকেশ কুমারের না থাকাটাও সমস্যায় ফেলেছে দিল্লিকে। 


লখনউ অবশ্য় একটি মাত্র ম্য়াচ হেরেছে এখনও পর্যন্ত। রাজস্থানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে হারের পর থেকে এখনও পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি তাদের। তবে ময়ঙ্ক যাদবের চোট পেয়ে ছিটকে যাওয়াটা কিছুটা চিন্তার হতে পারে রাহুলের দলের জন্য। তবে আগের ম্য়াচে যশ ঠাকুরের দুরন্ত বোলিং কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে টিম ম্য়ানেজমেন্ট।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.