IPL 2024, LSG vs MI Live Score: লড়াকু অর্ধশতরান স্টোইনিসের, লখনউয়ের কাছে হেরে প্লে-অফের রাস্তা কঠিন হল মুম্বইয়ের
LSG vs MI Live Updates: লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের বিরুদ্ধে চার বার মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে তিন ম্যাচ জিতেছে লখনউ, এক ম্যাচ মুম্বই।

Background
লখনউ: আইপিএলের ৪৮তম ম্যাচে 'মেন ইন ব্লু'দের লড়াই। একদিকে রোহিত শর্মা, কেএল রাহুল। একদিকে হার্দিক পাণ্ড্য অপরদিকে ক্রুণাল পাণ্ড্য। একদিকে পীযূষ চাওলা তো অপর দলে রয়েছেন অমিত মিশ্র। দুই দিকেই তারকাদের ছড়াছড়ি। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস দুই শক্তিধর দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
দুই দলই নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছিল। দুই দলের জন্যই দুই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তবে লিগ তালিকায় পাঁচে থাকা লখনউ ১০ পয়েন্ট নিয়ে মুম্বইয়ের থেকে অনেকটাই ভাল জায়গায় রয়েছে। পল্টনরা সেখানে লিগ তালিকায় নয়ে রয়েছে। এই ম্যাচটা হার্দিক পাণ্ড্যদের কার্যত মরণ-বাঁচন ম্যাচ। শেষ চার ম্যাচের তিনটিতে হারা মুম্বইয়ের বিরুদ্ধে কিন্তু ঘরের মাঠে বেশ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে।
LSG vs MI Live: দুরন্ত জয়
শেষ ওভারে ১৪ রানে অপরাজিত থেকে দলের জয় সুনিশ্চিত করলেন পুরান। চার বল বাকি থাকতেই চার উইকেটে মুম্বইকে হারাল লখনউ।
LSG vs MI Live: দ্বিতীয় উইকেটের পতন
বাউন্ডারি লাইনে অনবদ্য ক্যাচ ধরে ২৮ রানে রাহুলকে ফেরালেন মহম্মদ নবি। বল হাতে সাফল্য পেলেন হার্দিক। ৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ৬১/২।




















