PBKS vs GT Live Score: শশাঙ্কের ব্যাটিং ঝড়ে ম্লান গিলের ইনিংস, রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে ৩ উইকেটে হারাল পাঞ্জাব

PBKS vs GT Live Score, IPL 2024 Live Score: আইপিএলে আজ গুজরাতের ডেরায় পরীক্ষা শিখর ধবনের পাঞ্জাব কিংসের।

ABP Ananda Last Updated: 04 Apr 2024 11:18 PM
GT vs PBKS Live: ২৯ বলে ৬১ রান করে পাঞ্জাব কিংসকে হারের হ্যাটট্রিকের হাত থেকে বাঁচালেন শশাঙ্ক

শশাঙ্ক সিংহ। প্রবল চাপের মুখে ২৯ বলে ৬১ রান করে পাঞ্জাব কিংসকে হারের হ্যাটট্রিকের হাত থেকে বাঁচালেন। শশাঙ্কের ব্যাটের শাসনে ম্লান হয়ে গেল শুভমন গিলের দাপুটে ইনিংস। ৩ উইকেটে ম্য়াচ জিতে আইপিএলে ঘুরে দাঁড়াল পাঞ্জাব কিংস।

IPL Live Score: শেষ ওভারে ম্যাচ জিততে মাত্র ৭ রান চাই পাঞ্জাবের

২৭ বলে ৫৭ শশাঙ্ক সিংহর। ১৬ বলে ৩১ আশুতোষের। শেষ ওভারে ম্যাচ জিততে মাত্র ৭ রান চাই পাঞ্জাবের।

GT vs PBKS Live: ১৪ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ১৩১/৫

১৪ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ১৩১/৫। শশাঙ্ক সিংহ ১৮ বলে ৪২ রানে ক্রিজে।

IPL Live: ১০ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৮৩/৪

প্রভসিমরন সিংহকে (২৪ বলে ৩৫ রান) তুলে নিলেন নূর। স্যাম কারান (৫ রান) ফিরলেন আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে। ১০ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৮৩/৪।

GT vs PBKS Live: পাওয়ার প্লের ৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৫৪/২

নূর আমেদের বলে ছিটকে গেল জনি বেয়ারস্টোর স্টাম্প (২২ রান)। পাওয়ার প্লের ৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৫৪/২।

IPL Live Score: ২ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ১৯/১

উমেশ যাদবের বলে বোল্ড শিখর ধবন (১ রান)। ২ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ১৯/১।

GT vs PBKS Live Score: গুজরাত টাইটান্স তুলল ১৯৯/৪

৪৮ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। যে ইনিংস সাজানো ৬টি চার ও চারটি ছক্কায়। গিলের সঙ্গে আগ্রাসী ইনিংস খেলেন রাহুল তেওয়াটিয়া। মাত্র ৮ বলে ২৩ রান করলেন। ২০ ওভারে গুজরাত টাইটান্স তুলল ১৯৯/৪।

GT vs PBKS Live: ৩১ বলে হাফসেঞ্চুরি গিলের

৩১ বলে হাফসেঞ্চুরি গিলের। ১৭ ওভারের শেষে গুজরাতের স্কোর ১৫৩/৩।

IPL Live Score: ১৪ ওভারের শেষে গুজরাতের স্কোর ১২৩/৩

২২ বলে ২৬ রান করে হরপ্রীত ব্রারের বলে ফিরলেন কেন উইলিয়ামসন। ১৯ বলে ৩৩ রানে ফিরলেন সুদর্শন। ১৪ ওভারের শেষে গুজরাতের স্কোর ১২৩/৩।

GT vs PBKS Live: ৭ ওভারের শেষে গুজরাতের স্কোর ৫৭/১

ছন্দে শুভমন ও কেন উইলিয়ামসন। ৭ ওভারের শেষে গুজরাতের স্কোর ৫৭/১।

GT vs PBKS Live: রাবাডার বলে ফিরলেন ঋদ্ধিমান

১৩ বলে ১১ রান করে রাবাডার বলে ফিরলেন ঋদ্ধিমান সাহা। ৩ ওভারের শেষে গুজরাতের স্কোর ২৯/১।

IPL Live: ১ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর ৭/০

প্রথম ওভারেই স্পিন দিয়ে আক্রমণ শুরু পাঞ্জাব কিংসের। হরপ্রীত ব্রারকে ছক্কা মারলেন শুভমন গিল। ১ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর ৭/০।

GT vs PBKS Live: গুজরাতকে প্রথমে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব কিংস

টস জিতে গুজরাত টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠালেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন।

GT vs PBKS: পরপর দুই অ্যাওয়ে ম্যাচে হেরে চাপে পাঞ্জাব

মরশুমটা ঘরের মাঠে জয় দিয়েই শুরু করেছিল পাঞ্জাব কিংস। কিন্ত শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন কিংস নিজেদের দুই অ্যাওয়ে ম্যাচেই হেরেছে। ফের এক অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছেন তাঁরা।

প্রেক্ষাপট

আমদাবাদ: মরশুম শুরুর আগে গত দুইবারের আইপিএল ফাইনালিস্ট গুজরাত টাইটান্স (Gujarat Titans) কেমন পারফর্ম করবে সেই নিয় অনেকেই সন্দিহান ছিলেন। অধিনায়ক হার্দিক পাণ্ড্য দল ছেড়েছেন। অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামিও চোটের কারণে টুর্নামেন্টে নেই। তবে তরুণ অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) কিন্তু শুরুটা মন্দ করেননি। তিন ম্যাচের দুইটি ম্যাচেই জয় পেয়েছে গুজরাত। দুইটি জয়ই এসেছে তাদের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এবার সেই ম্যাচে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আজ মাঠে নামছে গুজরাত। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (Punjab Kings), যারা হারের হ্যাটট্রিক এড়াতে বদ্ধপরিকর।


মরশুমটা কিন্তু ঘরের মাঠে জয় দিয়েই শুরু করেছিল পাঞ্জাব কিংস। কিন্ত শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন কিংস নিজেদের দুই অ্যাওয়ে ম্যাচেই হেরেছে। ফের এক অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবেন তাঁরা। পাঞ্জাবের ব্যাটিং আক্রমণ কিন্তু বেশ শক্তিশালী। নিজেদের দিনে তাঁরা যে কোনও প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারে। অধিনায়ক শিখর ধবন শুরু থেকেই ফর্মে রয়েছেন। গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে  তাঁর ব্যাট থেকে এসেছিল ৭২ রানের ইনিংস। আরেক ওপেনার জনি বেয়ারস্টোও বেশ ছন্দে। স্যাম কারানও ইতিমধ্যে একটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। লিয়াম লিভিংস্টোনও রয়েছেন মিডল অর্ডারে।


পাঞ্জাবের ব্যাটিং তাই বেশ শক্তিশালীই বটে। কিন্তু দলের দুর্বলতা বোলিং বিভাগে। ১১.৭৫ কোটি টাকায় কেনা হর্ষল পটেল একেবারেই দলের হয়ে নজর কাড়তে ব্যর্থ। ১১.৪১ প্রতি ওভারে রান লুটিয়েছেন তিনি। কাগিসো রাবাডাকেও নিজের বিধ্বংসী ফর্মে এখনও দেখা যায়নি। রাহুল চাহার, হরপ্রীত ব্রারদের নিয়ে তৈরি পাঞ্জাবের স্পিন বোলিং বিভাগেও প্রথম সারির তারকার অভাব রয়েছে বলে মনে করছেন অনেকেই। আর ঠিক এই বিষয়টাই গুজরাতের প্লাস পয়েন্ট।


মহম্মদ শামির অনুপস্থিতিতে আজমাতুল্লাহ ওমরজ়াই কিন্তু নতুন বলে সুইং করিয়ে বেশ নজর কেড়েছেন। রশিদ খানের চোট সমস্যা মিটেছে। তিনি এখনও নিজের সেরা ফর্মে না হলেও উইকেট পাচ্ছেন। স্পেনসার জনসনের গতি, মোহিত শর্মার অভিজ্ঞতা দলের বোলিংয়ে বৈচিত্র যোগ করে। তাই ঘরের মাঠে গুজরাতকে হারানোটা পাঞ্জাবের জন্য একেবারেই সহজ হবে না। এই ম্যাচে  পাঞ্জাবের ছেলে শুভমন পাঞ্জাবের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন, সেইদিকেও কিন্তু অনেকেই নজর রাখবেন। ম্যাচের ৪০ ওভারের লড়াইয়ের পর শেষ হাসিটা কে হাসেন, এখন সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.