মুম্বই: চেষ্টা করেছিলেন নমন। তবে সেই চেষ্টা লাভদায়ক হল না। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১৮ রানে হেরে লাস্টবয় হিসাবে আইপিএল (IPL 2024) শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ২১৫ রান তাড়া করতে নেমে ছয় উইকেটে ১৯৬ রানে ইনিংস শেষ করল মুম্বই। নমন ধীর (Naman Dhir) ২৮ বলে ৬২ রানে অপরাজিত রইলেন। 


প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস ২১৪ রান তোলে। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে নামেন ডেওয়াল্ড ব্রেভিস। দুইজনে শুরুটা দুরন্তভাবেই করেন। ৮৮ রান যোগ করেন দুইজনে। ব্রেভিসকে ২৩ রানে ফিরিয়ে মুম্বইকে প্রথম ধাক্কা দেন নবীন উল হক। ঠিক পরের ওভারেই সূর্যকুমার যাদবকে শূন্য রানে আউট করেন ক্রুণাল পাণ্ড্য। চারে নামা ঈশান কিষাণও রান পাননি। ১০০-র কম স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১৪। অধিনায়ক হার্দিক পাণ্ড্য়র হতাশাজনক আইপিএল মরশুমও অল্প রানে শেষ হয়। তাঁকে আউট করেন মহসিন খান। স্কুপ মারতে গিয়ে থার্ড ম্যানে ধরা দেন হার্দিক।


এক সময় ১২০ রানে পাঁচ উইকেট হারিয়ে কার্যত সব আশা হারিয়ে ফেলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে নমন ধীর বিধ্বংসী অর্ধশতরান হাঁকান। ২৭ রানে তিনি ব্যাট করার সময় জীবনদান পান। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ আউট হলেও নবীন উল হক ওভারস্টেপ করায় বলটিকে নো বল ঘোষণা করা হয়। সেই জীবনদানকে কাজে লাগিয়ে নজরকাড়া এক ইনিংসও খেলেন তিনি। তার জন্য মুম্বই প্রয়োজনীয় লক্ষ্যের খানিকটা কাছাকাছি পৌঁছয়। কিন্তু জয়ের আশা পল্টনদের অনেক আগেই কমে গিয়েছিল। সেই ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল তাঁদের।


 






রবি বিষ্ণোই ও নবীন উল হক লখনউয়ের হয়ে দুইটি করে উইকেট নেন। ক্রুণাল পাণ্ড্য ও মহসিন খান একটি করে উইকেট পান। এই ম্যাচ হেরে রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স লাস্টবয় হিসাবেই মরশুম শেষ করল।     


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন শাকিব আল হাসান