জয়পুর : প্রথম ওভারের প্রথম দুই বলেই চোখ ধাঁধানো জোড়া কভার ড্রাইভে মেজাজটা বুঝিয়ে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সেই ধারা বজায় রেখেই দুরন্ত অর্ধশতরান হাঁকালেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) এই ওপেনার। যশস্বীর ঝোড়ো শুরুর পর শেষ পর্বে ধ্রুব জুড়েল ও দেবদত্ত পাড়িক্কালের ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বড় স্কোর খাড়া করল তারা। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এই প্রথমবার কোনও দল ২০০ রানের গণ্ডি টপকে গেল। ৪৩ বলে ৮ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৭৭ রানের দুরন্ত ইনিংস যশস্বী জয়সওয়াল। 


টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরু থেকেই যশস্বী ও জস বাটলার ঝোড়ো শুরু করেন গতবারের আইপিএল ফাইনালিস্টদের পক্ষে। পাওয়ার প্লে-তেই বিনা উইকেটে ৬৪ রান করে ফেলে তাঁরা। মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন যশস্বী। ভাল শুরু করলেও জস (২৭) অবশ্য বড় রান করতে ব্যর্থ হন। তিন নম্বরে নেমে সঞ্জুও (১৭) ও তারপর শিমরন হেটমায়ার (৮) বড় রান করতে পারেননি। যার পরে অবশ্য ধ্রুব জুড়েল (৩৪) ও দেবদত্ত পাড়িক্কাল (অপরাজিত ২৭) ঝোড়ো ব্যাটিং করার জেরে ২০০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান রয়্যালস। 


চেন্নাইয়ের হয়ে তুষার দেশপাণ্ডে (২/৪২) দুটি উইকেট নেন। যদিও নির্ধারিত ৪ ওভারে ৪২ রান খরচ করেন তিনি। মাথিসা পাথিরানার ৪ ওভারে ৪৮ রান তুলে নেয় রাজস্থান। এদিকে কোনও উইকেটও তুলে নিতে পারেননি তিনি। দেশপাণ্ডের জোড়া উইকেটের পাশাপাশি রবীন্দ্র জাদেজা ও মহেশ থিকসানা একটি করে উইকেট নেন। রান আউটের জেরে অপর উইকেটটি খোওয়ায় রাজস্থান শিবির।                                    


 






আরও পড়ুন- অরেঞ্জ ক্যাপ পাবেন? ঝুকেগা নহী শালা... পুষ্পার সংলাপ ওয়ার্নারের মুখে


 


আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !