Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: ত্রিপাঠী, মার্করমের অর্ধশতরানে নাইটদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় সানরাইজার্সের

IPL 2022, Match, SRH vs KKR: প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ৬ পয়েন্ট-সহ তালিকায় দুই নম্বরে রয়েছে কেকেআর। অন্যদিকে হায়দরাবাদ প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Apr 2022 11:11 PM
SRH vs KKR Match: হার নাইটদের

৩৬ বলে ৬৮ রানের ম্যাচ উইনিং ইনিংস খেললেন এইডেন মার্করম। নাইটদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় সানরাইজার্সের।

SRH vs KKR Live: ৭১ রানে আউট রাহুল

রাসেলের বলে ক্যাচ আউট হলেন ত্রিপাঠী। ফিরলেন ৭১ রানে।

SRH vs KKR Match: সানরাইজার্স হায়দরাবাদ ১৪ ওভারে ১২৭/২

১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৭ রান বোর্ডে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

SRH vs KKR Live: অর্ধশতরান ত্রিপাঠীর

২১ বলে দুরন্ত অর্ধশতরান সানরাইজার্স হায়দরাবাদের রাহুল ত্রিপাঠীর।

SRH vs KKR Match: ৯ ওভারে সানরাইজার্সের স্কোর ৮০/২

৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান বোর্ডে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

SRH vs KKR Live: রাসেলের বলে আউট উইলিয়ামসন

বল হাতেও কামাল রাসেলের। স্ট্যাম্প ভেঙে দিলেন কেন উইলিয়ামসনের।

SRH vs KKR Match: কামিন্সের বলে আউট অভিষেক

সানরাইজার্সের প্রথম উইকেটের পতন। কামিন্সের বলে ফিরলেন অভিষেক শর্মা। 

SRH vs KKR Live: প্রথম ওভারে ৩ রান বোর্ডে তুলল সানরাইজার্স

রান তাড়া করতে নেমে উমেশ যাদেবর প্রথম ওভারে মাত্র ৩ রান বোর্ডে তুলল সানরাইজার্স। 

SRH vs KKR Live Score: ২০ ওভারে কেকেআরের স্কোর ১৭৫/৮

রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৫ বোর্ডে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স।

SRH vs KKR Live Score:অর্ধশতরান রানার

মাত্র ৩২ বলে অর্ধশতরান পূরণ করলেন কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা।

SRH vs KKR Live Score: আউট শেল্ডন জ্য়াকসন

মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শেলডন জ্যাকসন। 

SRH vs KKR Match: ইয়র্কারে বিদ্ধ শ্রেয়স

দুরন্ত ইয়র্কারে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ফেরালেন উমরান মালিক। কলকাতার চতুর্থ উইকেটের পতন।

SRH vs KKR Live: ৮ ওভারে কেকেআরের স্কোর ৫৭/৩

৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান বোর্ডে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। দলকে টানছেন শ্রেয়স আইয়ার ও নীতিশ রানা। 

SRH vs KKR Match: আউট নারাইন

দ্রুত তিন উইকেট হারান কলকাতা। ফিরে গেলেন সুনীল নারাইন। দ্বিতীয় শিকার নটরাজনের।

SRH vs KKR Live: নটরাজনের বলে বোল্ড ভেঙ্কটেশ

ফিরে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। টি নটরাজনের বলে বোল্ড হলেন তরুণ এই বাঁহাতি ব্যাটার।

SRH vs KKR Match: শুরুটা ভাল হল না ফিঞ্চের

মাত্র ৭ রান করেই নাইটদের জার্সিতে নিজের প্রথম ম্যাচে আউট হয়ে গেলেন ফিঞ্চ।

SRH vs KKR Live: প্রথম ওভারে কেকেআর ৯/০

প্রথম ওভারে কলকাতার স্কোর বিনা উইকেট হারিয়ে ৯।

SRH vs KKR Match: ওপেনে ফিঞ্চ

ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেন করতে নামলেন রাহানের বদলি হিসেবে এই ম্যাচে নামা অ্যারন ফিঞ্চ।

SRH vs KKR Live: টস জিতে ফিল্ডিং হায়দরাবাদের

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কেন উইলিয়ামসন। টস জিতে ফিল্ডিং হায়দরাবাদের।

SRH vs KKR Live Score: নাইট শিবিরে একাদশে বদল হতে পারে

আজকের ম্য়াচে নাইট একাদশে বদলি হতে পারে। দলে আসতে পারেন ফিঞ্চ, বসতে পারেন রাহানে।

SRH vs KKR Live: পয়েন্ট টেবিলে ২ নম্বরে কেকেআর

আইপিএলে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে কলকতা নাইট রাইডার্স।

প্রেক্ষাপট

মুম্বই: আইপিএলে (IPL) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ৬ পয়েন্ট-সহ তালিকায় দুই নম্বরে রয়েছে কেকেআর। অন্যদিকে হায়দরাবাদ প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে।


রাহানে না ফিঞ্চ?


কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে হতে পারে একাধিক বদল। কীরকম? কেকেআর চলতি আইপিএলে ইনিংস ওপেন করাচ্ছে অজিঙ্ক রাহানে ও বেঙ্কটেশ আইয়ারকে দিয়ে। প্রথম ম্যাচে ৪৪ রান করে নজর কেড়েছিলেন রাহানে। কিন্তু তারপর থেকেই মুম্বইকরের সঙ্গী ব্যর্থতা। কীরকম? পরের চার ম্যাচে রাহানে করেছেন যথাক্রমে ৯, ১২, ৭ ও ৮ রান। সব মিলিয়ে ৫ ম্য়াচে ৮০ রান। ব্যাটিং গড় মাত্র ১৬। প্রথম একাদশে রাহানের জায়গা নিয়েই গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে। নাইট শিবির সূত্রে খবর, অ্যারন ফিঞ্চকে শুক্রবার ওপেনার হিসাবে খেলানো হতে পারে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চ দলের সঙ্গে যোগ দিয়ে প্রস্তুতিও শুরু করেছেন।



কিন্তু প্রশ্ন হচ্ছে, ফিঞ্চ খেললে চার বিদেশি কোটার কী হবে? আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও প্যাট কামিন্সের খেলা কার্যত নিশ্চিত। ফিঞ্চ খেললে কোপ পড়তে পারে স্যাম বিলিংসের ওপর। যিনি কয়েকদিন আগে অসুস্থও ছিলেন। তবে বিলিংস বাদ পড়লে উইকেটকিপিং নিয়েও প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে শেলডন জ্যাকসন ফিরতে পারেন প্রথম একাদশে। তিনিই সামলাবেন কিপিংয়ের দায়িত্ব।



 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.