Kohli on Twitter: কিংবদন্তি গুয়ার্দিওলাকে ক্রিকেট শেখাবেন কোহলি!
বিরাট কোহলির কাছে বিশেষ আর্জি নিয়ে হাজির হলেন এক কিংবদন্তি। যদিও ক্রিকেট মাঠের নয়, তিনি বিশ্ব ফুটবলের বরেণ্য চরিত্র। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা।
মুম্বই: চলতি আইপিএলে দুর্দান্ত শুরু হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। টুর্নামেন্টে নিজেদের প্রথম চারটি ম্যাচের চারটিতেই জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে গিয়েছে আরসিবি। এবং আইপিএলের ইতিহাসে এই প্রথম টানা চার ম্যাচ জিতেছে আরসিবি। এই পরিস্থিতিতে দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে আবার বিশেষ আর্জি নিয়ে হাজির হলেন এক কিংবদন্তি। যদিও ক্রিকেট মাঠের নয়, তিনি বিশ্ব ফুটবলের বরেণ্য চরিত্র। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা।
গোটা বিশ্বেই জনপ্রিয় বিরাট কোহলি। আইপিএলে কোনওবার চ্যাম্পিয়ন না হলেও তাঁর দল আরসিবিকে নিয়েও প্রচুর মানুষ আগ্রহী। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাঁদের ভক্তরা। তাঁদেরই একজন অবশ্যই ম্যান সিটির বিশ্ববরেণ্য কোচ পেপ গুয়ার্দিওলা। ইতিমধ্যে তাঁর কাছে রয়েছে বিরাটদের জার্সিও। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পরই ওই জার্সি দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পেপ। পাশাপাশি বিরাটদের উদ্দেশে বিশেষ বার্তাও দেন।
কয়েক দিন আগেই আরসিবি-র জার্সি হাতে পেয়েছিলেন পেপ। সেই ভিডিও এ বার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, বুন্দেশলিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা এই প্রশিক্ষক। ভিডিওতে বিরাটকে উদ্দেশ্য করে পেপ বলেন, ‘এই টি-শার্টের জন্য অনেক ধন্যবাদ বন্ধু। এ বার তোমার জন্য ম্যাঞ্চেস্টার সিটির একটা জার্সি পাঠাব আমি। অপেক্ষায় থেকো’। এখানেই শেষ নয়। গুয়ার্দিওলা ক্রিকেটের নিয়মকানুন শেখার আগ্রহের কথাও জানিয়েছেন। ট্যুইটারে লিখেছেন, 'অবশেষে ক্রিকেটের নিয়ম শেখার সময় চলে এল।' জবাব দিয়েছেন বিরাটও। ট্যুইট করেছেন, 'অবশ্যই স্যার।'
গত বছর করোনা পরিস্থিতির মধ্যে দু’জনের প্রথম আলাপ হয়েছিল। খুব অল্প সময়ে ইনস্টাগ্রামে আড্ডায় দু’জনের বন্ধুত্ব আরও জমে ওঠে। দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকা নিয়ে ভারত অধিনায়ক বরাবর আপত্তি প্রকাশ করেছেন। সেই আলাপে পেপ গুয়ার্দিওলাও জৈব বলয়ে থাকা ও ফাঁকা মাঠে খেলা নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন কোহলিকে।