এক্সপ্লোর
Advertisement
গোড়ালিতে চোটের কারণে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইশান্ত, ডাক পেতে পারেন সাইনি
নিউজিল্যান্ড সফরের আগে ভারতীয় শিবিরে ধাক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে চোট পেয়ে নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার শিখর ধবন। এবার আগামী মাসে নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজ থেকে চোটের জন্য ছিটকে গেলেন পেসার ইশান্ত শর্মা।
নয়াদিল্লি: নিউজিল্যান্ড সফরের আগে ভারতীয় শিবিরে ধাক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে চোট পেয়ে নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার শিখর ধবন। এবার আগামী মাসে নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজ থেকে চোটের জন্য ছিটকে গেলেন পেসার ইশান্ত শর্মা।
রঞ্জিতে দিল্লির হয়ে বিদর্ভের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় সোমবার গোড়ালিতে চোট পান ইশান্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে।
সংবাদসংস্থা জানিয়েছে, এমআরআই-এ গোড়ালিতে আঘাত ধরা পড়েছে। তাঁকে তিন মাসের বিশ্রাম ও রিহ্যাবের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও ইশান্তের চোট নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বোর্ড সূত্রে খবর, চোট কতটা তা জানতে বিসিসিআই আবার এমআরআই করবে এবং রিহ্যাবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
দিল্লির পেসার নভদীপ সাইনি ৯৬ টেস্ট ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন ইশান্তের জায়গায় ভারতীয় স্কোয়াডে ডাক পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
৩১ বছরের ইশান্ত জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদবকে নিয়ে গঠিত ভারতের শক্তিশালী পেস বোলিং অ্যাটাকের অন্যতম গুরুত্বপূ্র্ণ বোলার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement