এক্সপ্লোর
আহত স্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকা থেকে ইশান্ত শর্মার কথোপকথন

নয়াদিল্লি: এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দলের সময়টা বিশেষ ভাল যাচ্ছে না। পরপর দুই টেস্টে হেরেছে টিম ইন্ডিয়া। ওদিকে দেশে বোলার ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা আচমকা আহত হয়েছেন। প্রতিমা পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। খেলতে খেলতে কপালে সামান্য চোট লেগেছে তাঁর। তা নিয়ে ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেন, এই হল একজন জয়ের জন্য মরিয়া, পরিশ্রমী অ্যাথলিটের চিহ্ন।সঙ্গে সঙ্গে ইশান্তের জবাব, উইনার, দেখে খেল! কেন দক্ষিণ আফ্রিকায় টেনশন দিচ্ছ? [embed]https://www.instagram.com/p/BeCccf0HGwV/?utm_source=ig_embed&utm_campaign=embed_legacy[/embed] দেখুন তাঁদের কথোপকথন
বারাণসীর মেয়ে প্রতিমা জাতীয় দলের খেলোয়াড়। ২০১৬-য় তিনি বিয়ে করেন ইশান্ত শর্মাকে।
বারাণসীর মেয়ে প্রতিমা জাতীয় দলের খেলোয়াড়। ২০১৬-য় তিনি বিয়ে করেন ইশান্ত শর্মাকে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















