ISL 2021 Kolkata Derby LIVE Score: বাড়ল না ব্যবধান, ৩-০ গোলে ডার্বি জয় এটিকে মোহনবাগানের
Indian Super League, Kolkata Derby: গত মরশুমে দু’টি ডার্বিই জিতেছিল এটিকে মোহনবাগান। আজ কি বদলা নিতে পারবে এসসি ইস্টবেঙ্গল? না কি ফের ডার্বির রং হবে সবুজ-মেরুন?
চলতি আইএসএল-এ টানা দু’টি জয় পেল এটিকে মোহনবাগান। এই দু’টি ম্যাচে ৭ গোল করেছেন রয় কৃষ্ণ, হুগো বুমোসরা। তাঁরা প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে দু’টি গোল খেয়েছিলেন। আজ তাঁরা কোনও গোল হজম করেননি, তিন গোল দিয়েছেন।
২৩ মিনিটে ৩-০ হয়ে গিয়েছিল ম্যাচ। তবে দ্বিতীয়ার্ধে বাড়ল না ব্যবধান। ৩-০ গোলেই এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল এটিকে মোহনবাগান।
ম্যাচের সেরা জনি কাউকো।
এটিকে মোহনবাগানের খেলোয়াড় বদল। ৭৬ মিনিটে লিস্টন কোলাসোর বদলে মাঠে এলেন প্রবীর দাস।
এটিকে মোহনবাগানের খেলোয়াড় বদল। ৬৭ মিনিটে হুগো বুমোসের বদলে মাঠে এলেন ডেভিড উইলিয়ামস।
এসসি ইস্টবেঙ্গলের খেলোয়াড় বদল। ৫৯ মিনিটে ড্যারেন সিডলের বদলে মাঠে এলেন ড্যানিয়েল চিমা।
এসসি ইস্টবেঙ্গলের খেলোয়াড় বদল। ৫৫ মিনিটে রাজু গায়কোয়াড়ের বদলে মাঠে এলেন আদিল খান।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। গোলসংখ্যা বাড়ানোর লক্ষ্যে এটিকে মোহনবাগান।
প্রথমার্ধের খেলা শেষ। ৩-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান।
এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার বদল। চোট পাওয়া অরিন্দম ভট্টাচার্যর বদলে নামলেন শুভম সেন।
২০০৯-এর ২৫ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগান। একাই চার গোল করেছিলেন চিডি এডে। আজ কি সেই রেকর্ড ছাপিয়ে যাবে এটিকে মোহনবাগান?
২৩ মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে তৃতীয় গোল লিস্টন কোলাসোর। ৩-০ গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
২-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান। ১৪ মিনিটে দ্বিতীয় গোল মনবীর সিংহের।
১২ মিনিটে রয় কৃষ্ণর গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ-অমরিন্দর সিংহ, শুভাশিস বসু, প্রীতম কোটাল, লেনি রডরিগেজ, দীপক টাঙ্গরি, কার্ল ম্যাকহাগ, জনি কাউকো, হুগো বুমোস, মনবীর সিংহ, লিস্টন কোলাসো ও রয় কৃষ্ণ।
এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ- অরিন্দম ভট্টাচার্য, টমিস্লাভ মার্সেলা, জয়নার লরেন্সো, রাজু গায়কোয়াড়, ফ্রাঞ্জো প্রেস, ড্যারেন সিডল, মহম্মদ রফিক, লালরিনলিয়ানা হামতে, বিকাশ জাইরু, অ্যান্টনিও পেরোসেভিচ ও নাওরেম সিংহ।
শুরু হতে চলেছে কলকাতা ডার্বি। তৈরি দুই দল।
প্রেক্ষাপট
ভাস্কো: আজ ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। গোয়ার মাটিতে এটিকে মোহনবাগানের মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল। দু’দলই নতুন চেহারার, তবু এই ম্যাচটিকে শতবর্ষের ডার্বি আখ্যা দেওয়া হচ্ছে। ভাস্কোর তিলক ময়দানে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -