দুবাই: প্রথমে ব্যাট করা দল অল আউট হয়ে যাচ্ছে ১০ রানে! আর মাত্র ২ বলে জয়ের রান তুলে নিচ্ছে প্রতিপক্ষ!
তাও পাড়ার ক্রিকেটে নয়। রীতিমতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে। যে স্কোর হইচই ফেলে দিয়েছে ক্রিকেটবিশ্বে।
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড তৈরি হয়েছে দ্য আইল অফ ম্যান (Isle of Man) বনাম স্পেনের (Spain) ম্যাচে। যেখানে প্রথমে ব্যাট করে মাত্র ১০ রানে অল আউট হয়ে গিয়েছে দ্য আইল অফ ম্যান। মাত্র ২ বলে জয়ের রান তুলে দেয় স্পেন। ১১৮ বল বাকি থাকতে। যে ফল গোটা বিশ্বের তাবড় ক্রিকেট বোদ্ধাদের হতবাক করে দিয়েছে।
চলতি বছরের বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৫.৫ ওভারে মাত্র ১৫ রানে অল আউট হয়ে গিয়েছিল সিডনি থান্ডার। সেটাই ছিল কোনও প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন রানের নজির। সেই রেকর্ডও ভেঙে গেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এই লজ্জার রেকর্ড ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাত্র ২১ রানে অল আউট হয়ে গিয়েছিল তুরস্ক। সেই রেকর্ডও ভেঙে গেল। দ্য আইল অফ ম্যানের করা ১০ রানই এখন যে কোনও ধরনের টি-টোয়েন্টি ম্যাচে কোনও দলের করা সর্বনিম্ন স্কোর। পাশাপাশি ২ বলে ম্যাচ জিতে নিয়ে সবচেয়ে বেশি বল বাকি থাকতে টি-টোয়েন্টি ম্যাচ জেতার নজির গড়ল জাভি-ইনিয়েস্তা, রাফায়েল নাদালের দেশ স্পেনও।
দ্য আইল অফ ম্যানের হয়ে সর্বোচ্চ স্কোর জোসেফ বারোজ়ের। ৭ বল খেলে ৪ রান করেন তিনি। স্পেনের বোলারদের মধ্যে সেরা আতিফ মেহমুদ। যাঁর বোলিং পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। ৪-২-৬-৪। অর্থাৎ, ৪ ওভারে ২টি মেডেন সহ মাত্র ৬ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন তিনি। তিন উইকেট নিয়েছেন মহম্মদ কামরান (Mohammad Kamran)। লর্নি বার্নস (Lorne Burns) নিয়েছেন ২ উইকেট।
স্পেনের কোচ কোরি রাৎগার্স বলেছেন, 'অদ্ভুত। ভীষণ অবাক করা ফল। কামরান ও মেহমুদ ভাল স্যুইং পাচ্ছিল। ওরা ক্রমাগত প্যাড ও স্টাম্প লক্ষ্য করে বল করে গিয়েছে। চার রানে চার উইকেট, পাঁচ রানে পাঁচ উইকেট, ছ'রানে ছ উইকেট, এভাবেই এগিয়েছে স্কোর। আমি গোটা জীবনে এরকম কাণ্ড দেখিনি। তবে আইল অফ ম্যান দলকে ধন্যবাদ। তরুণ দল এনে ওরা লড়াইয়ের চেষ্টা করেছে। আমি আশা করছি ওরা ভেঙে পড়বে না। বরং এই হার থেকে শিক্ষা নেবে।'
আরও পড়ুন: কাটল দীর্ঘ ৬ বছরের খরা, খেতাব জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের