হোভ: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে (INDW vs ENGW)। সেই হারের হতাশা ভুলে আজ থেকে ওয়ান ডে সিরিজে মাঠ নামছে টিম ইন্ডিয়া। প্রথম ওয়ান ডে ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। দলে ফিরলেন কিংবদন্তি ভারতীয় ফাস্ট বোলার ঝুলন গোস্বামীও (Jhulan Goswami)।


ফিরলেন ঝুলন


নিজের শেষ সিরিজ খেলতে নামছেন ঝুলন। আগেই জানানো হয়েছিল এই সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন কিংবদন্তি বোলার। তাই নিজের শেষ সিরিজে বল হাতে নিজের ছাপ ছাড়তে মরিয়াই হবেন ঝুলন। এ বছরে নিউজিল্য়ান্ডে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ঝুলন। তবে চোটের জেরে দলের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। তাই ইংল্যান্ড সিরিজে ভালভাবেই ঝুলনকে বিদায় জানাতে আগ্রহী ভারতীয় বোর্ড।


এই সিরিজের শেষ ম্যাচে লর্ডসেই নিজের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করতে চলেছেন ঝুলন। ঝুলনের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ান ডে দলে হারলিন দেওল, ইয়াস্তিকা ভাটিয়া, রাজেশ্বরী গায়কোয়াড় ও মেঘনা সিংহও ভারতীয় দলে প্রত্য়াবর্তন ঘটালেন। ওয়ান ডেতে দলের ব্যাটিংয়ের শক্তি ও দুর্বলতা পরীক্ষা করে নিতে আগ্রহী অধিনায়ক হরমনপ্রীত। 


 






 


হরমনের মন্তব্য


হরমনপ্রীত বলেন, 'আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাই ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ এবং আমরা সিরিজের শুরুটা ভালভাবে করে, সেই ধারাবাহিকতা বজায় রেখেই সিরিজে এগোতে চাই।' ইংল্যান্ডের হয়ে অ্যালিস ক্যাপসি অভিষেক ঘটাতে চলেছেন। অ্যামি জোন্সই ইংল্যান্ড দলকে ওয়ান ডেতেও নেতৃত্ব দিচ্ছেন। টসে তিনি বলেন, 'দলের প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে, ফলে দলের সমীকরণও সাধারণের থেকে একটু ভিন্ন। তরুণ ক্রিকেটাররা দলে থাকায় দলের এনার্জিও বেড়েছে। মরসুমের শেষ সময়কালে এটা ভীষণই প্রয়োজনীয়।'  


আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, শামির বদলে অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেন উমেশ