এক্সপ্লোর
Advertisement
স্বার্থ সংঘাতের অভিযোগ: শান্তার পর উপদেষ্টা কমিটি থেকে সরে দাঁড়ালেন কপিল
কপিলদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশ্নের মুখে পড়তে পারে বিরাটদের হেড কোচ রবি শাস্ত্রীর নিয়োগও। যেহেতু কপিলদের কমিটিই তাঁকে নিয়োগ করেছিল। সেক্ষেত্রে পুনরায় সাক্ষাৎকারের প্রক্রিয়া পেরিয়ে আসতে হতে পারে শাস্ত্রীকে।
মুম্বই: স্বার্থের সংঘাতের অভিযোগে ফের টালমাটাল ভারতীয় ক্রিকেট। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেদিন বিরাট কোহলিরা টেস্ট সিরিজের লড়াই শুরু করলেন, সেদিনই মাঠের বাইরে বড়সড় ধাক্কা। এবার কপিল দেব ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। শান্তা রঙ্গস্বামীর পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে। তিন সদস্যের কমিটিতে আপাতত রইলেন শুধু অংশুমান গায়কোয়াড়।
বুধবার সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি (সিওএ)-র কাছে কপিল নিজের ইস্তফাপত্র ই-মেল করে পাঠিয়ে দিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, কপিলই উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন।
কয়েকদিন আগে মধ্য প্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা লিখিত অভিযোগ করেন যে, উপদেষ্টা কমিটির তিন সদস্যই স্বার্থের সংঘাতে বিদ্ধ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ডের এথিক্স অফিসার ডিকে জৈন উপদেষ্টা কমিটির তিনজন সদস্যকে শো-কজ করেন। ১০ অক্টোবরের মধ্যে তাঁদের জবাব পাঠাতে বলেন তিনি। এরপরই অপমানিত হয়ে শান্তা রঙ্গস্বামী পদত্যাগ করেন। তারপর সরে দাঁড়ালেন কপিলও।
কপিলের বিরুদ্ধে সঞ্জীবের অভিযোগ, উপদেষ্টা কমিটির প্রধান হওয়ার পাশাপাশি তিনি ধারাভাষ্যকার। সেই সঙ্গে ক্রিকেটারদের সংগঠনের সঙ্গেও যুক্ত। পাশাপাশি ফ্লাডলাইট তৈরির একটি সংস্থাও রয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের।
কপিলদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশ্নের মুখে পড়তে পারে বিরাটদের হেড কোচ রবি শাস্ত্রীর নিয়োগও। যেহেতু কপিলদের কমিটিই তাঁকে নিয়োগ করেছিল। সেক্ষেত্রে পুনরায় সাক্ষাৎকারের প্রক্রিয়া পেরিয়ে আসতে হতে পারে শাস্ত্রীকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement