চিয়াং মেই, তাইল্যান্ড:: আজ থেকে শুরু হতে চলেছে কিংস কাপ (King's Cup 2023)। টুর্নামেন্টে ভারতের (Indian Football Team) পাশাপাশি আয়োজক তাইল্যান্ড, লেবানন ও ইরাক অংশগ্রহণ করছে। প্রতিটি দলই টুর্নামেন্টে দুইটি করে ম্যাচ খেলবে। আজই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নামছে ব্লু টাইগার্সরা। প্রতিপক্ষ ফিফা ব়্যাঙ্কিংয়ের বিচারে টুর্নামেন্টের সবথেকে শক্তিশালী দল ইরাক (IND vs IRQ)। 


কাদের ম্যাচ


ভারত ও ইরাক, আজ একে অপরের মুখোমুখি হবে।


কোথায় খেলা


চিয়াং মেইয়ের ৭০০তম অ্যানিভারসারি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে।


কখন শুরু ম্যাচ


বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর বিকেল ৪টেতে শুরু হবে ম্যাচটি।     


কোথায় দেখবেন ম্যাচ


ম্যাচটি ভারতে সরাসরি ইউরোস্পোর্ট টিভিতে সম্প্রচারিত হবে।


অনলাইন স্ট্রিমিং


অনলাইনে অবশ্য ফিফা+ ওয়েবসাইটে এই ম্যাচটির স্ট্রিমিং দেখতে পাবেন। 


ভারত বনাম ইরাকের এই ম্যাচটি কিন্তু আবার দুই বন্ধুর মগজাস্ত্রের লড়াইয়েরও সাক্ষী থাকতে চলেছে। ভারতের কোচ ইগর স্তিমাচ ও ইরাকের কোচ জেসাস কাসাস। স্তিমাচের চেয়ে ৬ বছরের জুনিয়র কাসাস স্পেনের দল কাদিজ় সিএফ (Cádiz CF)-এ খেলতেন। যে দলে ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত খেলেছেন স্তিমাচ। বৃহস্পতিবার তাঁরা দুজনই থাকবেন প্রতিপক্ষ শিবিরের ডাগ আউটে। 


ম্যাচের আগে প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা করে যেমন খুশি স্তিমাচ, তেমনই দলের পারফরম্যান্সের বিষয়েও ইতিবাচক তিনি। সাংবাদিক বৈঠকে ভারতের কোচকে বলেন, 'স্পেনে আমার খেলার সময়কার এক বন্ধুর সঙ্গে দেখা করে খুব খুশি হলাম। দুই দল ও কোচেরা আশা করছি উপভোগ করবে। ইরাকের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে, যারা অ্যারাবিয়ান গাল্ফ কাপ চ্যাম্পিয়ন, তাদের বিরুদ্ধে ভাল কিছু করার জন্য মাঠে সর্বস্ব দিয়ে ঝাঁপাব।'


ভারতকে সমীহ করছেন ইরাক কোচ কাসাসও। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ২৯ ধাপ এগিয়ে রয়েছে ইরাক। তাদের বর্তমান ফিফা ব়্যাঙ্কিং ৭০। কাসাস বলেছেন, 'ভারত মোটেও সহজ প্রতিপক্ষ নয়। ওদের ম্যাচ দেখেছি। খুব ভাল দল। খুব সংগঠিত ওরা। আক্রমণে অনেক বৈচিত্র। শর্ট বল ও লং বল- দুভাবেই খেলতে পারদর্শী। আমাদের লক্ষ্য টুর্নামেন্ট জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের জন্য সঠিক প্রস্তুতি নেওয়া।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: আবারও সেরা হওয়ার দৌড়ে মেসি, ব্যালন ডি'অরের ৩০ জনের তালিকায় নেই রোনাল্ডোর নাম