এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপেও আইপিএলের ধাঁচে প্লেঅফের পক্ষে সওয়াল কোহলির
ফেভারিট হিসেবেই এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে একটা খারাপ দিনের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল ভারতকে। অথচ পুরো টুর্নামেন্টেই প্রকৃত চ্যাম্পিয়নের মতো খেলেছে টিম ইন্ডিয়া।
ম্যাঞ্চেস্টার: ফেভারিট হিসেবেই এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে একটা খারাপ দিনের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল ভারতকে। অথচ পুরো টুর্নামেন্টেই প্রকৃত চ্যাম্পিয়নের মতো খেলেছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি আইপিএলের ধাঁচে নক আউট পর্বে প্লেঅফ চালু করার প্রস্তাব আইসিসি-কে দিয়েছেন। নক আউট পর্বে সেরা দলগুলি যাতে সমতার ভিত্তিতে খেলার সুযোগ পায় তা নিশ্চিত করতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।
কোহলির নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী, ২৪০ রান তাড়া করতে নেমে প্রথম ৪৫ মিনিটে ম্যাচ হেরে যায় ভারত।অথচ রাউন্ড রবিন লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে পৌঁছেছিল।
ম্যাচের এই ফলাফলে কোটি কোটি সমর্থকের মতো হতাশ কোহলিও। ভবিষ্যতে এ ধরনের ক্ষেত্রে আইপিএলের মতো প্লেঅফ বিকল্প হতে পারে কিনা, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, ভবিষ্যতে কী হবে, তা কে জানে। হতে পারে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার যদি কোনও অর্থ থাকে, তাহলে এ ঝরনের চিন্তাভাবনা নিয়ে বিবেচনা করা যেতে পারে।
কোহলি বলেছেন, এটা খুবই সঙ্গত একটি প্রস্তাব। তবে কবে এটা চালু হতে পারে, তা জানা নেই।
একইসঙ্গে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, এই সেমিফাইনাল ফর্ম্যাটের নিজস্ব আকর্ষণ রয়েছে। কারণ, এতে একটি টুর্নামেন্টে কোনও একটি দলের আগের পারফরম্যান্স অর্থহীন হয়ে পড়ে।
কোহলি বলেছেন, এটাই চ্যালেঞ্জ ও খেলার একটা আলাদা ধরনের মজা। আগে কেমন খেলেছে, তা এক্ষেত্রে কোনও মানে রাখে না। নতুন একটা দিন, নতুন করে শুরু। এতে ভালো না করতে পারলে বাড়ি ফিরে যেতে হবে। তাই আমাদের এই ফলাফল স্বীকার করে নিতে হবে। যে দলগুলো খেলে তাদের কাথে এটি একটা আলাদা চ্যালেঞ্জ। নিজেদের সেরাটা দিতে হবে এবং তা যারা করতে পারবে, তাদের পক্ষেই ফল যাবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement