টেস্ট চ্যাম্পিয়নশিপে নামার আগে অ্যান্টিগায় ভারতীয় দলের সমুদ্রস্নান, ছবি পোস্ট বিরাটের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ভারত।

অ্যান্টিগা: অ্যাশেজ দিয়ে ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ডঙ্কা বাজিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত চলতি অ্যাশেজে ১-০-তে এগিয়ে রয়েছে অজি দল। বাকি টেস্টগুলোতে জোরদার লড়াই দেখার অপেক্ষায় দুই দেশের ক্রিকেট সমর্থকরা। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে টেস্ট ক্রিকেটে প্রথমবার নাম ও নম্বর লেখা জার্সি পরে খেলার প্রস্তুতি সেরে ফেললেন বিরাটরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ভারত। আর তার আগে ক্যারিবিয়ান দ্বীপের সৈকতে সমুদ্রস্নানে মাতল বিরাটব্রিগেড।
গোটা দল নিয়ে সমুদ্রে কাটালেন অধিনায়ক বিরাট কোহলি। সেই ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন বিরাট। ওই ছবিতে একই ফ্রেমে রয়েছেন কোচিং স্টাফ সহ, দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক অগ্রবাল, যশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, ঋষভ পন্থরা।
View this post on Instagram






















