নয়াদিল্লি: কথায় আছে, যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন।


কিন্তু মনু ভাকের (Manu Bhaker) তো আর পাঁচটা সাধারণ মেয়ের চেয়ে অনেকটাই আলাদা। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন ভারতীয় শ্যুটার। এক অলিম্পিক্সে জোড়া পদক জয় - স্বাধীনতার পর থেকে আর এ নজির নেই কোনও ভারতীয়র। সেই ইতিহাসই গড়েছিলেন মনু। 


তবে শ্যুটিং রেঞ্জে অভ্রান্ত নিশানাভেদ করা মনু যে ফ্যাশনের মঞ্চেও ঝড় তুলতে পারেন, তা হয়তো অনেকেরই অজানা ছিল। প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে জোড়া পদক জিতে দেশে ফেরা ইস্তক মনু ভাকের নানা সংবর্ধনা অনুষ্ঠানে ভেসে যাচ্ছেন। মনুর বেনজির সাফল্যে গর্বিত গোটা দেশ। 


দিন কয়েক আগেই কলকাতায় এসেছিলেন। আটপৌঢ়ে আদলে লাল পাড় সাদা শাড়ি পরে কলকাতার দুর্গাপুজোয় ঘুরে যান। জানিয়েছিলেন, কলকাতার পুজো দেখে তিনি উচ্ছ্বসিত। লেকটাউনের শ্রীভূমি ক্লাবের পুজোয় বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মনু।


 




প্যারিস থেকে ফেরা ইস্তক কখনও কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন, আবার কখনও স্কুল-কলেজের পড়ুয়াদের অনুপ্রেরণা দিতে দেখা গিয়েছে চ্যাম্পিয়ন শ্যুটারকে।  এবার হরিয়ানার তারকা শ্যুটারকে দেখা গেল ব়্যাম্পে হাঁটতে। রাজধানী দিল্লির বুকে বিখ্যাত ল্যাকমে ফ্যাশন উইকে ( Lakme Fashion Week) ব়্যাম্পে হাঁটলেন মনু। মনু যদিও ব়্যাম্পে খুব সাবলীল ছিলেন না, জানিয়েছেন নিজেই। বলেছেন, 'সত্যি বলতে আমি খুব স্নায়ুর চাপে ভুগছিলাম। মনে হচ্ছিল এই বোধহয় কোনও অঘটন ঘটে যাবে।'


আরও পড়ুন: ইডেন থেকে সরে গেল রঞ্জি ট্রফির ম্যাচ! কোথায় খেলতে হবে বাংলা দলকে?


ল্যাকমে ফ্যাশন উইক খুবই বিখ্যাত। দেশ-বিদেশের নামী ও সুন্দরী মডেলরা ল্যাকমে ফ্যাশন উইকের ব়্যাম্পে হাঁটেন। সেখানেই এবার ঝলমলে পোশাকে নজর কাড়লেন ২২ বছরের অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শ্য়ুটার। প্রমাণ করলেন, যিনি নিশানাভেদ করতে জানেন, তিনি ব়্যাম্পেও ঝড় তুলতে পারেন।


কেউ কেউ বলছেন, মনুর কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাবও রয়েছে। তবে এখন তিনি তাঁর প্রিয় খেলা শ্যুটিংয়েই মন দিতে চান। নভেম্বর মাসেই শ্যুটিং রেঞ্জে ফিরছেন মনু।


আরও পড়ুন: অগ্নিপরীক্ষার সামনে সেঞ্চুরিকে কেরিয়ারের সেরা বাছলেন সুদীপ, তবু চাপ কাটাতে পারল না বাংলা



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।