Lakshya Sen: অস্ট্রেলিয়ান ওপেনে জয় লক্ষ্যর, পুরস্কার হিসেবে পেলেন মোটা অঙ্কের আর্থিক পুরস্কার
Lakshya Sen Update: আলমোহার ২৪ বছরের শাটলার প্যারিস অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। এদিনের খেলা শেষ হয়ে যায় ৩৮ মিনিটের মধ্যে। ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন।

সিডনি: সেমিফাইনালেই নিজের ফর্মের আভাস দিয়েছিলেন। ফাইনালেই সেই ধারাবাহিকতা ধরে রাখলেন। রীতিমত একপেশে লড়াইয়ে লক্ষ্য হারিয়ে দিলেন জাপানের প্রতিপক্ষকে। জাপানের ইউসি তানাকাকে ২১-১৫, ২১-১১ স্ট্রেট সেটে হারিয়ে দিলেন লক্ষ্যকে। পুরস্কার মূল্যও মোটা অঙ্কের পেলেন ভারতীয় শাটলার। অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০ খেতাব জিতে ৪ কোটি ২৫ লক্ষ ৭১ হাজার ৪৭১ টাকা পেলেন।
আলমোহার ২৪ বছরের শাটলার প্যারিস অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। এদিনের খেলা শেষ হয়ে যায় ৩৮ মিনিটের মধ্যে। ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০২৪ সালে লখনউয়ে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল সুপার ৩০০ টুর্নামেন্টে জিতেছিলেন।
হংকং ওপেনের ফাইনালে এর আগে জায়গা করে নিয়েছিলেন লক্ষ্য। এরপর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। হংকং ওপেনে জিততে পারেননি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনে আর কোনও ভুল করলেন না লক্ষ্য।
হাসপাতালে ভর্তি স্মৃতি মন্ধানার বাবা
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্মৃতির বাবা শ্রীণিবাস মান্ধানা। যা খবর তাতে আপাতত তারকা ভারতীয় ক্রিকেটারের বিয়ে স্থগিত হয়ে গিয়েছে। আজই সাংলীতে মিউজ়িক কম্পোজার, গায়ক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার বিয়ে হওয়ার কথা ছিল। তবে হঠাৎ করেই বিয়ের দিন স্মৃতির বাবা শ্রীণিবাসের শরীর খারাপ হয়ে পড়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। বাবার সঙ্গে স্মৃতির সম্পর্ক অত্যন্ত মিষ্টিমধুর। তাই বাবার এরকম পরিস্থিতিতে কোনও ভাবেই নিজের বিয়ে সারতে নারাজ স্মৃতি।
স্মৃতির ম্যানেজমেন্ট দলের এক সদস্য তুহিন মিশ্র বিয়ে স্থগিত হওয়ার খবর নিশ্চিত করে সাংবাদিকদের জানান, 'এটা বিরাট বড় একটি অনুষ্ঠান। তাই আমরা সকলেই চাই ওঁ (স্মৃতির বাবা) দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্মৃতিও এই বিষয়ে একদম স্পষ্ট। ওঁ নিজের বাবাকে সবার আগে সুস্থ দেখতে চান। পরে সব ঠিক হলে বিয়েটা হবে। বিয়েটা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত।' পাশাপাশি তিনি এই কঠিন সময়ে মান্ধানা পরিবারকে নিজেদের মত থাকতে দেওয়ারও অনুরোধ করেন।
ওয়ান ডে সিরিজের দায়িত্বে কে এল রাহুল
গিলের অনুপস্থিতিতে কার কাঁধে নেতৃত্বের দায়ভার দেওয়া হল? শুভমনের অনুপস্থিতিতে টেস্টে ঋষভ পন্থ অধিনায়কত্ব করছেন। ওয়ান ডেতেও তিনি কামব্যাক ঘটালেন। তবে ভারতের হয়ে ওয়ান ডেতে আপাতত পন্থের আগে কেএল রাহুলই প্রথম পছন্দের কিপার-ব্যাটার। তাঁকেই তাই ফের একবার জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল।






















