প্যারিস: শনিবার লিগ ওয়ানে প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) হয়ে জ্বলে উঠলেন লিওনেল মেসি (Lionel Messi)। ওজিসি নিসের বিরুদ্ধে ম্যাচে গোল করলেন তো বটেই, গোল করালেনও। নিসের বিরুদ্ধে গোলের সুবাদেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও (Cristiano Ronaldo) এক রেকর্ড ভেঙে ফেললেন তাঁর 'চিরপ্রতিদ্বন্দ্বী' মেসি।


রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন মেসি


শনিবারের গোলটি ইউরোপের সেরা পাঁচ লিগে মেসির ৭০২তম গোল, যা রোনাল্ডোর গোলসংখ্যা থেকে এক বেশি। মেসি পর্তুগিজ মহাতারকার থেকে ১০৫টি কম ম্যাচ খেলে তাঁর রেকর্ড ভাঙলেন। পেশাদার হওয়ার পর বার্সেলোনা ও পিএসজি, দুই ক্লাবের হয়েই এখনও পর্যন্ত খেলেছেন মেসি। বার্সার হয়ে ৭৭৮টি ম্যাচে তিনি মোট ৬৭২টি গোল করেছিলেন। শনিবারের গোলটি পিএসজির হয়ে মেসির ৩০তম গোল ছিল। ফ্রান্সের রাজধানীর ক্লাবের হয়ে ইতিমধ্যেই ৬৮টি ম্যাচ খেলেছেন তিনি।


এই ম্যাচ জিত লিগ ওয়ানের শীর্ষে নিজেদের দখল আরও মজবুত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে আপাতত মেসিদের ক্লাব ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে। ম্যাচের ২৬ মিনিটের মাথায় নুনো মেন্ডেসের পাস থেকে প্রথমবারে শট নিয়ে নিস রক্ষণকে পরাস্ত করেন মেসি। জালে বল জড়িয়ে পিএসজিকে ম্যাচে এগিয়ে দেন। তবে ম্যাচে জয় সুনিশ্চিত করার জন্য আরেকটি গোল প্রয়োজন ছিল। সেই জয়সূচক গোলটি করেন সার্জিও রামোস। এক সময়ের কট্টর প্রতিদ্বন্দ্বীর গোলের পাসটি কিন্তু মেসিই বাড়ান। মেসির কর্নার থেকেই ৭৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে পিএসজির জয় সুনিশ্চিত করেন রামোস।


নাগাড়ে দুই হারের পর জয়


এই ম্যাচের আগে লিগে রেনসের বিরুদ্ধে ০-২ ও লিয়ঁঁর বিরুদ্ধে ০-১ স্কোরলাইনে পরপর দুই ম্যাচ হেরেছিল পিএসজি। এই ম্যাচ হারলে তাঁদের চাপ বিরাট বাড়ত। তবে মেসির দৌলতে জয় পেল তাঁর দল। গোটা মরসুম জুড়েই কিন্তু আর্জেন্তাইন তারকা পিএসজির হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন। ক্লাবের হয়ে এ মরসুমে ৩৪ ম্যাচে ইতিমধ্যেই ১৯টি গোল করার পাশাপাশি ১৭টি গোলের পাসও বাড়িয়েছেন মেসি। অপরদিকে, রোনাল্ডোও নিজের নতুন দল আল নাসরের হয়ে ভাল খেলছেন। নতুন বছরে এশিয়ার ক্লাবে যোগ দেওয়ার পর ইতিমধ্যেই 'সিআর৭' ১১ গোল করে ফেলেছেন। বয়স বাড়লেও, দুই মহাতারকার গোলের খিদে যে এতটুকুও কমেনি, এই পরিসংখ্যানই কিন্তু তা প্রমাণ করে দিচ্ছে।


আরও পড়ুন: প্রথম দুই ম্যাচেই জয়, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এলেন পাঞ্জাব মালকিন প্রীতি