এক্সপ্লোর
IPL Final Score, MI vs CSK: রায়াডু-দু প্লেসির দুর্দান্ত লড়াই, ৫ উইকেটে জয় চেন্নাইয়ের
দু’দলের লড়াই সবসময়ই আকর্ষণীয়। আজও জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Background
আবু ধাবি: মরুশহরে টি-২০ লড়াইয়ের দামামা বেজে গেল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে।
চেন্নাই দল- মুরলী বিজয়, শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, অম্বাতি রায়াডু, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, স্যাম কুরান, দীপক চাহার, পীযূষ চাওলা, লুঙ্গি এনগিডি।
মুম্বই দল- কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, ক্রুণাল পাণ্ড্য, হার্দিক পাণ্ড্য, কিরেয়ন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।
23:23 PM (IST) • 19 Sep 2020
শুরুতে ২ উইকেট হারানোর পর রায়াডু ও দু প্লেসির অসাধারণ লড়াইয়ের সুবাদে মুম্বইকে ৫ উইকেটে হারিয়ে গতবার ফাইনালে হারের বদলা নিল চেন্নাই। দু প্লেসি ৪৪ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। ৪ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল চেন্নাই। ধোনির প্রত্যাবর্তনের ম্যাচ মধুর জয় দিয়েই শেষ হল।
23:15 PM (IST) • 19 Sep 2020
অর্ধশতরান করলেন দু প্লেসি।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















