এক্সপ্লোর
Advertisement
বিসিসিআইয়ের কাজে নজরদারির দায়িত্ব দেওয়া হোক পিল্লাইকে, সুপ্রিম কোর্টে আবেদন লোঢা কমিটির
নয়াদিল্লি: বোর্ডের শীর্ষকর্তাদের সরিয়ে বিসিসিআইয়ের কাজে নজরদারির দায়িত্ব দেওয়া হোক প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাইকে৷ সুপ্রিম কোর্টে আবেদন লোঢা কমিটির৷ সুপ্রিম কোর্টে তৃতীয় স্টেটাস রিপোর্ট দাখিল লোঢা কমিটির৷
বিসিসিআই-লোঢা সংঘাত আরও তীব্র৷ বোর্ডের বেশিরভাগ শীর্ষ আধিকারিকদের সরিয়ে বিসিসিআইয়ের কাজে নজরদারির দায়িত্ব প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাইয়ের হাতে দেওয়ার আবেদন জানাল লোঢা কমিটি৷ সুপ্রিম কোর্টে এদিন তাদের তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার সময়ই এই আবেদন জানিয়েছে তারা৷
লোঢা কমিটির দাবি, ১৮ জুলাই লোঢা সুপারিশকে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট৷ লোঢা কমিটির প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী, মন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা বিসিসিআইয়ের কোনও পদে বহাল থাকতে পারবেন না৷ সত্তরোর্ধ্ব কোনও ব্যক্তি বিসিসিআই বা বোর্ড অনুমোদিত রাজ্য সংস্থার কোনও পদে থাকতে পারবেন না৷ বোর্ডে এক পদ এক ব্যক্তি প্রথা৷ অর্থাত্, একইসঙ্গে বোর্ড অনুমোদিত রাজ্য সংস্থা ও বিসিসিআইয়ের পদে বহাল থাকা যাবে না৷
লোঢা কমিটির দাবি, নিয়ম-নীতির তোয়াক্কা না করে এখনও বোর্ড ও রাজ্য ক্রিকেট সংস্থার বিভিন্ন উচ্চ পদে এমন ব্যক্তিরা রয়েছেন, যাঁদের ওই পদে বসার যোগ্যতা নেই৷ অবিলম্বে সরানো হোক তাদের৷
পাশাপাশি, লোঢা কমিটির আরও প্রস্তাব, বোর্ডের দৈনন্দিন কাজে নজরদারির দায়িত্ব দেওয়া হোক প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাইকে৷ বিসিসিআইয়ের সিইও-র থেকে সরাসরি রিপোর্ট নেবেন পিল্লাই৷ বোর্ডের আর্থিক লেনদেনের খতিয়ানের জন্য অডিটরও নিয়োগ করবেন তিনিই৷
কোন পথে বিসিসিআইয়ের ভবিষ্যত্? লোঢার আবেদনের পর কি আমূল বদলে যেতে চলেছে ভারতীয় বোর্ডের চেহারাটা? প্রশ্ন ক্রিকেট মহলে৷ ক্রিকেটপ্রেমীদের নজর এখন সুপ্রিম কোর্টে৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement