এক্সপ্লোর
দু’বছর আগে রঞ্জি ট্রফির ম্যাচে গম্ভীরের সঙ্গে বচসার ঘটনা নিয়ে মুখ খুললেন মনোজ তিওয়ারি
1/5

দিল্লির বিরুদ্ধে ওই রঞ্জি ম্যাচে টুপি পরে ব্যাট করতে নেমেছিলেন মনোজ। গার্ড নেওয়ার পর মনোজ বোলারকে থামিয়ে দেন। কারণ, ওই সময় পেসার বোলিং করছিলেন। তাই তিনি হেলমেট চেয়ে পাঠান। দিল্লির ক্রিকেটাররা এটা সময় নষ্ট করার ছক বলে মনে করেন। স্লিপে ফিল্ডিং করছিলেন দিল্লির অধিনায়ক গম্ভীর। মনোজের কাছে গিয়ে তিনি বলেন, ‘সন্ধেয় দেখা করিস, তোকে মারব’। এ কথা শুনে মনোজ বলেন, ‘সন্ধেয় কেন, এখনই বাইরে চল’। দুজনের বচসায় হস্তক্ষেপ করতে হয় আম্পায়রকে। মনোজ চিত্কার করে বলতে থাকেন, ‘আমি কি তোমাকে কিছু বলেছি? কেন তুমি মাঝে এলে’?
2/5

: দু বছর আগে রঞ্জি ট্রফির একটি ম্যাচে গৌতম গম্ভীরের সঙ্গে বচসা নিয়ে মুখ খুললেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি। গম্ভীরের সঙ্গে বিপক্ষ শিবিরের খেলোয়াড়দের বচসার কথা নতুন কিছু নয়। আইপিএলে কলকাতা নাইডার্স বনাম বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচে বিরাট কোহলির সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েছিলেন গম্ভীর। কোহলির সঙ্গে সেই ঝামেলার নিষ্পত্তি হয়েছে। কিন্তু মনোজের সঙ্গে এখনও মিটমাট হয়নি গম্ভীরের।
Published at : 29 Jun 2017 01:23 PM (IST)
View More
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















