Mohammed Kaif: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র

Bengal Ranji Team: সাউথ সিটি সংলগ্ন এলাকায় বাড়ি কিনেছিলেন শামি। সেখানেই থাকতেন ভাই ও স্ত্রী হাসিন জাহানকে নিয়ে। বিচ্ছেদের মামলা শুরু হওয়ার পর কলকাতায় বড় একটা আসেন না। কাইফও অন্য বাসা খুঁজে নিয়েছেন।

সন্দীপ সরকার, কলকাতা: তিনি হয়তো তারকাপুত্র নন। রোহন গাওস্কর বা অর্জুন তেন্ডুলকরের মতো তাঁকে হয়তো এখনও প্রত্যেক মুহূর্তে আতসকাচের তলায় ফেলা হচ্ছে না। কিন্তু ভবিষ্যতেও যে হবে না, সে নিশ্চয়তা

Related Articles