এক্সপ্লোর
Advertisement
সপরিবারে ভারতে চলে এসেছেন পাক বোলার কানেরিয়া? রহস্য
নয়াদিল্লি: পাকিস্তানের নিষিদ্ধ লেগ-স্পিনার দানিশ কানেরিয়ার সপরিবারে আচমকা ভারত আগমন ঘিরে দানা বেঁধেছে জোর রহস্য।
খবরে প্রকাশ, স্ত্রী, সন্তান ও মাকে সঙ্গে নিয়ে রবিবার রাতে ভারতে এসেছেন কানেরিয়া। বর্তমানে তাঁরা সকলেই কেরলের কোচিতে রয়েছেন। এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই লেগ-স্পিনার জানিয়েছেন, তাঁরা ভারতে এসেছেন কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে।
এরসঙ্গেই কানেরিয়া জানিয়েছেন, ভারতে তিনি দিন দশেক থাকবেন তাঁরা। তবে, কবে ফিরবেন, সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তিনি বলেন, আমাদের ফেরার বিষয়টা এখনও চূড়ান্ত নয়। আর এই মন্তব্য থেকেই জল্পনার সূত্রপাত। এমন শোনা যাচ্ছে, কানেরিয়া পরিবার পাকাপাকিভাবে পাকিস্তান ছেড়ে ভারতে চলে এসেছেন।
যদিও, এই জল্পনাকে খারিজ করে দিয়েছেন দানিশের ভাই ভিকি। করাচিতে এখটি তেল সংস্থায় কাজ করেন তিনি। সেখান থেকেই জানান, তাঁর ভাই শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেই ভারতে গিয়েছেন।
প্রসঙ্গত, কানেরিয়ার ভারত-মন্তব্য এই প্রথম নয়। এর আগে তাঁকে বলতে শোনা গিয়েছিল, তিনি ভারতে থাকলে ন্যায়বিচার পেতেন। তাঁকে সহযোগিতা না করার জন্যও দেশের ক্রিকেট বোর্ডের ওপরও উষ্মাপ্রকাশ করেছিলেন কানেরিয়া। দাবি করেছিলেন, তিনি হিন্দু না হলে পিসিবি তাঁর সঙ্গে এমন ব্যবহার করত না।
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০১২ সালে তাঁকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসন করে ইংল্যান্ড ও পাক ক্রিকেট বোর্ড।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement