মেলবোর্ন: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে টেস্টে সেরার শিরোপা জয়ের লড়াই। অস্ট্রেলিয়া ও ভারত (IND vs AUS) টেস্টের সেরা হওয়ার যুদ্ধে ওভালে একে অপরের মুখোমুখি হবে। এরপরেই আবার অ্যাসেজ সিরিজ শুরু হবে। অস্ট্রেলিয়ান তারকা স্পিনার নাথান লায়ন (Nathan Lyon) কিন্তু সাফ জানিয়ে দিচ্ছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই (WTC Final 2023) 'গ্র্যান্ড ফাইনাল' এবং এই ফাইনালের প্রায় গায়ে গায়ে অ্যাসেজ হওয়ার সেই সিরিজ ঘিরে উত্তেজনা থাকলেও, তা চ্যাম্পিয়নশিপ ফাইনালের ওপর প্রভাব ফেলবে না।


লায়ন বলেন, 'হ্যাঁ, সামনেই অ্যাসেজ সিরিজ রয়েছে। তবে তার আগে আমরা একটা বড় ম্যাচে মাঠে নামতে চলেছি। এটা আমাদের গ্র্যান্ড ফাইনাল। এটার পরে আবার নতুন মরসুম শুরু হবে। আমাদের পরিকল্পনা নিয়ে আমি সন্তুষ্ট। আমরা আমাদের সামনে যে চ্যালেঞ্জ আসতে চলেছে সেই বিষয়ে অবগত এবং সত্যি বলতে তা নিয়ে তেমন কোনও সমস্যা নেই। সমর্থকদের মধ্যে যে ফাইনাল ঘিরে এত উচ্ছ্বাস, উন্মাদনা রয়েছে, তেমন এক ম্যাচে মাঠে নামতে পারাটা বিশেষ অনুভূতির।'


কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা


মাত্র মাস কয়েক আগেই অস্ট্রেলিয়া ভারতের ঘরের মাঠে ১-২ ব্যবধানে চার ম্যাচ সিরিজ হেরেছিল। তবে আসন্ন ফাইনালে সেই সিরিজের ফলাফলের তেমন কোনও গুরুত্ব নেই বলেই দাবি লায়নের। 'ভারতে যা ঘটেছিল, সেটা স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে ফেলা দরকার। দুই দলই বেশ শক্তিশালী এবং দলে ভারসাম্য রয়েছে। বেশ একটা চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে। ভারতীয় দলে বেশ প্রতিভাবান কয়েকজন ব্যাটার ও বোলার রয়েছেন। দুই দলই এক ম্যাচের জন্য নিজেদের সর্বস্বটা উজাড় করে দেবে। তাই ম্যাচে লড়াইটা হাড্ডাহাড্ডিই হবে। এই ম্যাচে মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি।' দাবি লায়নের। 


ভারতীয় দলের অনুূশীলন


ফাইনালের আগে জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। ব্যাটিং, বোলিং অনুশীলন তো চলছেই পাশাপাশি ভারতীয় দলের (Team India) তারকাদের মন দিয়ে ফিল্ডিং অনুশীলন করতেও দেখা গেল। শুক্রবার, ২ জুন বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে বিরাট কোহলি, অক্ষর পটেল, শুভমন গিলদের ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায়। ভারতীয় দলের তারকাদের দুই ভাগে ভাগ করে এই অনুশীলন করা হয়। একদল হাই ক্যাচের অনুশীলন করে, অপর দলকে তুলনামূলক দ্রুত গতিতে ক্লোজ ক্যাচিংয়ের অনুশীলন করতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে এনার্জি লেভেলটা প্রতিটি সেশনের সঙ্গেই উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে।'


আরও পড়ুন: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?