লাউসান্নে: চোটের কারণে কমনওয়েলথ গেমসে নামা হয়নি, তবে ট্র্যাকে ফিরেই স্বমহিমায় নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৮৯.০৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে লাউসান্নে ডায়মন্ড লিগ (Lausanne Diamond League) জিতলেন নীরজ। গড়ে ফেললেন ইতিহাস। প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ জিতলেন নীরজ। নীরজের আগে ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া একমাত্র ভারতীয় হিসাবে কোনও ডায়মন্ড লিগে প্রথম তিনে শেষ করেছিলেন। তবে জিততে পারেননি তিনি। নীরজই প্রথম ভারতীয় হিসাবে জিতলেন ডায়মন্ড লিগ। 


দুরন্ত থ্রো


এই জয়ের ফলেই নীরজ জুরিখে ডায়মন্ড লিগের ফাইনালে কোয়ালিফাই করলেন। ৭ ও ৮ সেপ্টেম্বর জুরিখে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগের ফাইনাল। পাশাপাশি নীরজ পরের বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নিজের টিকিট পাকা করে ফেললেন। নীরজ এদিন নিজের প্রথম প্রয়াসেই ৮৯.০৮ মিটার দূরত্ব অতিক্রম করেন। তাঁর দ্বিতীয় প্রয়াস ছিল ৮৫.১৮ মিটারের। তিনি তৃতীয় প্রয়াস করেননি এবং চতুর্থ প্রয়াসে ফাউল করে বসেন। পঞ্চম প্রয়াস থেকেও বিরত থাকেন নীরজ। ষষ্ঠ প্রয়াসে তিনি ৮০.০৪ মিটার অতিক্রম করেন। তবে নীরজের প্রথম প্রয়াসই জয়ের জন্য যথেষ্ট ছিল। তিনি জ্যাভলিন ছুঁড়েই নিজের স্বভাবচিত ভঙ্গিমায় গর্জে উঠেন।


 






নীরজের উচ্ছ্বাস


প্রসঙ্গত, ৮৯.০৮ মিটার নীরজের কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো। ডায়মন্ড লিগে জিতে উচ্ছ্বসিত নীরজ। তিনি বলেন, 'আমি আমার পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি। ৮৯ মিটার বেশ ভাল পারফরম্যান্স। আমি চোট সারিয়ে ফিরছি, তাই এই ফলাফল আমার জন্য বিশেষ সন্তুষ্টির। আজকের পারফরম্যান্স প্রমাণ করে দেয় যে আমি চোট সারিয়ে ঠিকঠাকভাবেই কামব্যাক করেছি। চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে যেতে বাধ্য হয়েছিলাম। তাই আজ একটু চাপেই ছিলাম বটে। আজকের পারফরম্যান্স আমায় মরসুমটা ভালভাবে শেষ করা এবং জুরিখে ভাল পারফর্ম করার জন্য অনেকটা আত্মবিশ্বাস জোগাবে।' 


নীরজই প্রথম ভারতীয় যিনি ডায়মন্ড লিগের ফাইনালে নামবেন। এই জয়ের ফলে তিনি আট পয়েন্ট পেয়েছেন। ফলে তাঁর মোট পয়েন্ট গিয়ে দাঁড়াল ১৫। এর ফলে অবশ্য তালিকায় চতুর্থ স্থানেই রইলেন নীরজ। তালিকায় প্রথম ছয়জন জ্যাভলিন থ্রোয়ারই জুরিখে ফাইনালের জন্য কোয়ালিফাই করবেন। সেই হিসাবেই নীরজও ফাইনালে পৌঁছে গেলেন।


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকাতে চলেছেন বিরাট কোহলি