ফ্লোরিডা: ফের করোনার টিকা না নেওয়া নিয়ে বিতর্কে জড়ালেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স থেকে সরে দাঁড়াতে হল।
২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক কোভিড প্রতিরোধকারী টিকা নেননি। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশেই নিষেধাজ্ঞা রয়েছে জোকারের। তবে বিশেষ অনুমতি চেয়ে আবেদন করেছিলেন জকোভিচ। তবে ৩৫ বছরের তারকার সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। গত বছর করোনার টিকা না নেওয়ার কারণে যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে পারেননি জোকার।
ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্টের উদ্যোক্তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন, ২০২৩ বিএনপি প্যারিবাস ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন জোকার। তাঁর পরিবর্তে নিকোলোজ বাসিলাশভিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
করোনার টিকা না নেওয়ার জন্য ফের বাধা পেলেন নোভাক জকোভিচ। এ বার তাঁকে বাধা দিল আমেরিকা। এই মাসে মায়ামি ওপেন এবং ইন্ডিয়ান ওপেন টুর্নামেন্ট রয়েছে আমেরিকায়। কিন্তু করোনার টিকা না নেওয়ার জন্য তারকা টেনিস প্লেয়ারকে ঢুকতে বাধা দেওয়া হয়।
তারকা প্লেয়ারদের মধ্যে জকোভিচ হলেন অন্যতম, যিনি করোনার টিকা নেননি। যা নিয়ে তাঁকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তবে সে সবে গুরুত্ব দেননি তিনি। টিকা না নেওয়ার কারণে তিনি গত বার অস্ট্রেলীয় ওপেনে খেলতে পারেননি। তাঁকে অস্ট্রেলিয়ার ঢোকার অনুমতি দেওয়া হয়নি। সেই জল কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। তবে এই বছর অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে সেই আক্ষেপ মিটিয়েছেন জোকার। এমন কী জকোভিচ ইউএস ওপেনেও খেলতে পারেননি। এ বার এই মাস শুরু হতে চলা মায়ামি ওপেন এবং ইন্ডিয়ান ওপেন প্রতিযোগিতা রয়েছে আমেরিকায়। তার জন্যই আমরিকার যেতে চান জকোভিচ। কিন্তু ছাড়পত্র পেলেন না।
ফ্লোরিডার স্টেট সেনেটর রিক স্কট বিষয়টি দেখতে অনুরোধ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে। তিনি নিজেই ট্যুইটারে জানিয়েছেন, হোমল্যান্ড সিকিউরিটি করোনার টিকা না থাকার ফলে জকোভিচকে আমেরিকায় ঢুকতে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। স্কট আরও জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি জো বাইডেনকে বিষয়টিতে হস্তক্ষেপ করার অনুরোধ করেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে যাঁরা করোনার টিকে নেননি, তাঁদের প্রবেশের ক্ষেত্রে এখনও পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। গত সপ্তাহে জকোভিচ জানিয়েছিলেন যে, তিনি উত্তর আমেরিকায় প্রবেশ করতে একটি বিশেষ অনুমতির জন্য আবেদন করেছিলেন। যাতে তিনি ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেনে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ আমেরিকায় বিদেশিদের ঢুকতে হলে, করোনা টিকা বাধ্যতামূলক। এই নিয়ম ইন্ডিয়ান ওপেনের আগে উঠে যাওয়ার কোনও লক্ষণ নেই। সেই কারণে এই বছরও জকোভিচকে আমেরিকায় দেখা যাবে না।
এক ফ্রেমে সৌরভ-কুম্বলে, মুম্বইয়ে কি করছেন দুই কিংবদন্তি?