AUS vs AFG Live: চাপের মুখে 'বিগ শো', ম্যাক্সওয়েলের দাপটে অবিশ্বাস্য জয় অস্ট্রেলিয়ার
ODI World Cup 2023 Live: সেমির দৌড়ে থাকা দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আফগানরা এবার বেশ কয়েকটি তারকা দলকে বেগ দিয়েছে। অজিরাও ফর্মে ফিরেছে প্রথম ২ ম্যাচ হারের পর।

Background
মুম্বই: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে আফগানিস্তান (Afghanistan Cricket Team)। ইতিমধ্যেই বিগত পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে রয়েছেন আফগানরা। মঙ্গলবার, ৭ নভেম্বর আফগানিস্তান ওয়াংখেড়ের মাঠে নাগাড়ে পাঁচ ম্যাচ জয়ী অস্ট্রেলিয়ার (Afghanistan vs Australia) বিরুদ্ধে মাঠে নামবে। সেমির দৌড়ে থাকা দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেই ম্যাচের আগেই আফগান শিবিরে হাজির সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
সচিনের সঙ্গে দেখা করার পাশাপাশি ছবিও তোলেন আফগানিস্তানের সকল ক্রিকেটাররা। আফগানিস্তানের দুরন্ত বিশ্বকাপের জন্য তাঁদের শুভেচ্ছা জানিয়ে সচিন সেমিফাইনালে পৌঁছনোর লড়াইয়ের জন্যও আফগানদের উদ্বুদ্ধ করেন। তাঁর সঙ্গে সাক্ষাতের পর স্বাভাবিকভাবে আপ্লুত আফগানিস্তানের মহাতারকা রশিদ খান (Rashid Khan)। সচিনের সঙ্গে দেখা হওয়াটা তাঁর কাছে অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই।
আইসিসিকে এক সাক্ষাৎকারে রশিদ বলেন, 'এটা সকলের জন্যেই এক বিশেষ মুহূর্ত। বিশেষ মুহূর্তে ওয়াংখেড়েতে ওঁর সঙ্গে দেখা হওয়ার অনুভূতিটা আলাদাই। ওঁ না না ইতিবাচক কথা বলে সকলকে উদ্বুদ্ধ করেছেন। সচিনের সঙ্গে দেখা হওয়াটা তো অনেকের কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো।'
অস্ট্রেলিয়া তাঁদের প্রথম দুই ম্যাচে হারের পর দুরন্ত ছন্দে ফিরেছে। দলের প্রত্যেক প্লেয়ারই মোটামুটি বেশ ভাল ছন্দে। গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে কিছুটা চাপ থাকবে আফগানদের ওপরও। কিন্তু ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে জয় নিঃসন্দেহে আতমবিশ্বাসী করে তুলবে রশিদ ব্রিগেডকে।
AUS vs AFG Live: অনবদ্য জয়
অবিশ্বাস্য, অনবদ্য, অবিস্মরণীয়। অপরাজিত ২০১ রানে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৯ রান বাকি থাকতেই তিন উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া।
AUS vs AFG Live: অনবদ্য জয়
অবিশ্বাস্য, অনবদ্য, অবিস্মরণীয়। অপরাজিত ২০১ রানে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৯ রান বাকি থাকতেই তিন উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া।






















