AUS Vs SA Live: লাবুশেন ছাড়া ব্যর্থ গোটা অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপ, ১৩৪ রানে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা

ODI World Cup 2023, AUS Vs SA: ভারতের বিরুদ্ধে ১১০/২ স্কোর থেকে ১৯৯ রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। যা অজ়ি শিবিরের মিডল অর্ডার ব্যাটিংকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

ABP Ananda Last Updated: 12 Oct 2023 09:46 PM
AUS Vs SA Live: প্রোটিয়াদের দাপুটে জয়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। ৩১২ রান তাড়া করতে নেমে মাত্র ১৭৭ রানেই অল আউট হয়ে গেল অজ়িরা। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাডা সবথেকে বেশি তিন উইকেট নেন। 

ODI World Cup 2023 Live: ২৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯৫/৬

২৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯৫/৬। লড়াই চালাচ্ছেন মিচেল স্টার্ক ও মার্নাস লাবুশেন।

AUS Vs SA Live: ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া

গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরালেন কেশব মহারাজ। কাগিসো রাবাডার বলে কট বিহাইন্ড মার্কাস স্টোইনিস। ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া।

AUS Vs SA Live Score: ফিরলেন স্মিথ-ইংলিস

জোড়া ধাক্কা কাগিসো রাবাডার। স্টিভ স্মিথকে এলবিডব্লিউ করলেন। জশ ইংলিসকে বোল্ড করলেন। ১১.১ ওভারে অস্ট্রেলিয়া ৫৬/৪।

AUS Vs SA Live Score: ৮ ওভারের শেষে অস্ট্রেলিয়া ৩৬/২

লুনগি এনগিডির বলে ফিরলেন ডেভিড ওয়ার্নার (১৩ রান)। ৮ ওভারের শেষে অস্ট্রেলিয়া ৩৬/২।

AUS Vs SA Live: অজ়ি শিবিরকে প্রথম ধাক্কা মার্কো জানসেনের

অজ়ি শিবিরকে প্রথম ধাক্কা মার্কো জানসেনের। তুলে নিলেন মিচেল মার্শকে (৭)। ৬ ওভারের শেষে অস্ট্রেলিয়া ২৭/১।

ODI World Cup 2023 Live: প্রোটিয়াদের ভাল শুরু

বল হাতে দক্ষিণ আফ্রিকার বোলাররা শুরুটা দুর্দান্তভাবে করেছেন। মার্কো জানসেন ও লুনগি এনগিডির সঠিক লাইন এবং লেংথের বিরুদ্ধে ওয়ার্নার ও মার্শ তেমন বড় শট খেলতেই পারছেন না। ৫ ওভার শেষে অজ়িদের স্কোর বিনা উইকেটে ১৬ রান। 

AUS Vs SA Live: স্টার্কের অনবদ্য ওভার

কেন তাঁকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসাবে গণ্য করা হয়, তা আবার প্রমাণ করে দিলেন মিচেল স্টার্ক। ইনিংসের শেষ ওভারে জোড়া উইকেট নিলেন তিনি। মাত্র এক রান এল ওভারে, তাও আবার লেগ বাই থেকে। 

ODI World Cup 2023 Live: ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করল ৩১১/৭

২৭ বলে ২৯ রান করে ফিরলেন হেনরিখ ক্লাসেন। ২২ বলে ২৬ রান করলেন মার্কো জানসেন। ১৩ বলে ১৭ রানে বোল্ড হলেন ডেভিড মিলার। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিল অস্ট্রেলিয়া। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করল ৩১১/৭।

ODI World Cup 2023 Live: ৫৬ রান করে ফিরলেন এইডেন মারক্রাম

৪৪ বলে ৫৬ রান করে ফিরলেন এইডেন মারক্রাম। ৪৩.১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৬৩/৪।

AUS Vs SA Live: ৪১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৪৩/৩

জ়াম্পার এক ওভারে জোড়া বাউন্ডারি। ৪১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৪৩/৩। এইডেন মারক্রাম ৪২ রানে ও হেনরিখ ক্লাসেন ২১ রানে অপরাজিত।

AUS Vs SA Live Score: ১০৬ বলে ১০৯ রান করে ফিরলেন কুইন্টন ডি'কক

গ্লেন ম্যাক্সওয়েলের বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড কুইন্টন ডি'কক। ১০৬ বলে ১০৯ রান করে ফিরলেন। ৩৫ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৯৭/৩।

Aus vs SA Live Score: নাগাড়ে দ্বিতীয় শতরান

নিজের শেষ বিশ্বকাপে দুরন্ত ফর্মে কুইন্ট ডি'কক। নাগাড়ে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন তিনি। ছক্কা হাঁকিয়ে নিজের শতরান পূরণ করেন দক্ষিণ আফ্রিকার তারকা কিপার-ব্যাটার। ৩১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৭৭/২। ডি'ককের সঙ্গে ক্রিজে উপস্থিত রয়েছেন এডেন মার্করাম।

AUS Vs SA Live: জাম্পার বলে ফিরলেন রাসি ফান দার দাসেন

অ্যাডাম জাম্পার বলে ফিরলেন রাসি ফান দার দাসেন। ৯১ রানে ক্রিজে ডি'কক। ২৯ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৬১/২।

Aus vs SA Live Score: ম্যাক্সওয়েল ফেরালেন তেম্বা বাভুমাকে

গ্লেন ম্যাক্সওয়েল ফেরালেন তেম্বা বাভুমাকে (৩৫ রান)। হ্যাজলউডকে জোড়া ছক্কা ডি'ককের। ২৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৬/১।

AUS Vs SA Live Score: হাফসেঞ্চুরি সম্পূর্ণ কুইন্টন ডি'ককের

৫১ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ কুইন্টন ডি'ককের। ১৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৮/০।

AUS Vs SA Live: বিনা উইকেটে পঞ্চাশ পেরল দক্ষিণ আফ্রিকা

বড় ইনিংসের ভিত গড়ছেন প্রোটিয়া ওপেনারেরা। ১০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৫৩।

ODI World Cup 2023 Live: ৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩২/০

মিচেল স্টার্ককে ছয় মারলেন ডি'কক। জশ হ্যাজলউডকে মারলেন বাউন্ডারি। ৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩২/০।

AUS Vs SA Live: দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৬ রান

সতর্ক শুরু কুইন্টন ডি'কক ও তেম্বা বাভুমার। ২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৬ রান।

AUS Vs SA Live Score: প্রথম ম্যাচে কার কী ফল?

বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে চনমনে দক্ষিণ আফ্রিকা।

AUS Vs SA Live Score: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত প্যাট কামিন্সের

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত প্যাট কামিন্সের। ক্যামেরন গ্রিনের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন মার্কাস স্টোইনিস।

ODI World Cup 2023 Live: রেকর্ডে এগিয়ে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে ৬ বারের সাক্ষাতে তিনবার জিতেছে অস্ট্রেলিয়া। একটি ম্যাচ টাই হয়। দু'বার জিতেছে দক্ষিণ আফ্রিকা।

প্রেক্ষাপট

লখনউ: বিশ্বকাপে (ODI World Cup) অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার (Aus vs SA) দ্বৈরথের মতো ঘটনাবহুল দ্বৈরথ কি আর দ্বিতীয় আছে? 


১৯৯৯ বিশ্বকাপের এজবাস্টনের সেই সেমিফাইনাল কি কেউ ভুলতে পেরেছেন? ২০১৯ বিশ্বকাপে নিজেরা সেমিফাইনাল খেলতে না পারলেও, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারের নকশাটাই বদলে দিয়েছিলেন প্রোটিয়ারা। যা না হলে হয়তো ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ড ফাইনালটাই হতো না। এমনকী, গত মাসে পাঁচ ওয়ান ডে ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে পড়েও পরপর তিনটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। 


বৃহস্পতিবার বিশ্বকাপে মুখোমুখি সেই দুই প্রতিদ্বন্দ্বী দেশ - অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ লখনউয়ে। কার্যত একমাসের মধ্যে ৬টি ওয়ান ডে খেলছে দুই দেশ। তবে দক্ষিণ আফ্রিকা সফরে প্যাট কামিন্স, মিচেল স্টার্কষ স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল খেলেননি। তবে শেষ সাতটি ওয়ান ডে ম্যাচের মধ্যে ৬টিতে হেরেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে চাপে ফেলেও শেষ পর্যন্ত হেরে বসেছে অস্ট্রেলিয়া।


অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা দুরন্ত ফর্মে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪২৮ রানের রেকর্ড স্কোর করেছিল দক্ষিণ আফ্রিকা। যা বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর। কুইন্টন ডি'কক (Quinton de Kock), রাসি ফান দার দাসেন (Rassie van der Dussen) ও এইডেন মারক্রাম (Aiden Markram) সেঞ্চুরি করেছেন। মারক্রাম রেকর্ড সেঞ্চুরি করেছিলেন।


অন্যদিকে, ভারতের বিরুদ্ধে ১১০/২ স্কোর থেকে ১৯৯ রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। যা অজ়ি শিবিরের মিডল অর্ডার ব্যাটিংকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এর আগে পোচেসস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার ৩৩৮ রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ১ উইকেটে ১৪০ স্কোর থেকে ২২৭ রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কেশব মহারাজ ও তাবারেজ শামসির স্পিন খেলতেই পারেনি অস্ট্রেলিয়া।


নয়াদিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই স্পিনার খেলায়নি দক্ষিণ আফ্রিকা। তবে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন স্পিনারের সফল ফর্মুলা দেখার পর সম্ভবত দুই স্পিনারের রাস্তাতেই হাঁটবে প্রোটিয়া শিবির।


লখনউয়ের মাঠ দুই দলের কাছেই অপরিচিত। নতুন করে পাতা উইকেট কেমন আচরণ করবে, ধন্দ থাকতে পারে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা - দুই শিবিরেই। 


অস্ট্রেলিয়া শিবিরে একমাত্র স্বস্তি বলতে, মার্কাস স্টোইনিসের ফিট হয়ে ওঠা। প্রথম ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্ভবত প্রথম একাদশে ফিরতে চলেছেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.