কলকাতা: শুক্রবার সন্ধ্যায় চাঁদের হাট ইডেনে (Eden Gardens)। একদিকে লিয়েন্ডার পেজ (Leander Paes), ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) মতো টেনিস ও ক্রিকেটের দুই কিংবদন্তি। অন্যদিকে দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া থেকে শুরু করে তিরন্দাজ দোলা ও রাহুল বন্দ্যোপাধ্যায়, স্কোয়াশের সৌরভ ঘোষাল, ক্রিকেটার অশোক ডিন্ডা।
উপলক্ষ্য, ওয়ান ডে বিশ্বকাপ ট্রফির ইডেন সফর। শুক্রবার সন্ধ্যায় ইডেনে প্রদর্শিত হল বিশ্বকাপ ট্রফি। সঙ্গে আতসবাজির রোশনাই। অনুষ্ঠানের মূল আকর্ষণ লিয়েন্ডার। সিএবি যে লিয়েন্ডারকে ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে আনতে চাইছে, গত ২২ অগাস্ট তা প্রথম লিখেছিল এবিপি আনন্দ। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সেই উদ্যোগ ফলপ্রসূ হল।
আর ইডেনে এসে লিয়েন্ডার বলে গেলেন, 'ক্রিকেট নিয়ে ভারতের আবেগ দেখার মতো। আমি চাইব ক্রিকেট যেন দ্রুত অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হয়। বিশ্বকাপ দেখার জন্য মুখিয়ে রয়েছি। ইডেনে দারুণ সব ম্যাচ রয়েছে। আমি নিশ্চিত যে, কানায় কানায় ভরে যাবে স্টেডিয়াম। তবে আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচটাও কিন্তু দারুণ হবে।'
অনুষ্ঠানে এসে ঝুলন গোস্বামী বললেন, 'ভারতের বিশ্বকাপের দল ভালই হয়েছে। ব্যাটিংয়ে অনেক গভীরতা। সাত, আট বা নয় নম্বরেও যে নামবে, ব্যাটের হাত ভাল। এতে ম্যাচে ভফারতের সুবিধা হবে।' ব্যাটিংয়ের কথা ভেবে লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল বা অফস্পিনার আর অশ্বিনের পরিবর্তে অক্ষর পটেলকে দলে নেওয়া হয়েছে। যা নিয়ে বিতর্কও রয়েছে বিস্তর। তবে ঝুলন বলছেন, 'স্পিনারদের তো দলে দরকার বটেই। তবে ব্যাটিং অলরাউন্ডারদের গুরুত্ব অপরিসীম। ইংল্যান্ডকে দেখুন। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শুধু ব্যাটিং গভীরতা দিয়ে।'
তবে জমকালো অনুষ্ঠানের তাল কাটল কয়েকটা ঘটনায়। যার মধ্যে অন্যতম, বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানো। যদিও বিতর্ক এড়াতে এ নিয়ে সরাসরি কিছু বলতে চাননি সম্বরণ। তবে গোটা ঘটনায় তিনি যে বেশ অবাক, জানিয়েছেন ঘনিষ্ঠমহলে।
এদিন মাঠের জায়ান্ট স্ক্রিনে একটি তথ্যচিত্র দেখানো হয়। যদিও সেখানে বাংলা থেকে জাতীয় দলে খেলা এক ঝাঁক ক্রিকেটারকে রাখা হয়নি। পঙ্কজ রায় থেকে শুরু করে মহম্মদ শামি, শাহবাজ আমেদ, মুকেশ কুমারদের দেখা যায়নি ওই তথ্যচিত্রে। যা নিয়ে প্রশ্ন তুলছে কোনও কোনও মহল।
শনিবার, ৯ সেপ্টেম্বর ধন ধান্য অডিটোরিয়ামে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন