প্যারিস: ইতিহাস তৈরির সুযোগ ছিল তাঁদের সামনে। তিরন্দাজি থেকে পদক জয়ের স্বপ্নে বিভোর হয়েছিল গোটা দেশ। বিশেষ করে শুক্রবার পরপর দুই ম্যাচে যেভাবে ইন্দোনেশিয়া ও স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ভারতের ধীরাজ বোম্মাদেভারা (Dhiraj Bommadevara) ও অঙ্কিতা ভকত (Ankita Bhakat), তারপর থেকে পদক স্বপ্ন আরও জোরাল হয়েছিল।


কিন্তু হতাশাই সঙ্গী হল ভারতের। অলিম্পিক্স তিরন্দাজির রিকার্ভ মিক্সড টিমের সেমিফাইনালে কোরিয়া প্রজাতন্ত্রের কাছে হেরে যান ধীরাজ ও অঙ্কিতা। তারপরেও পদক জয়ের একটা সুযোগ পেয়েছিলেন দুজনে। ব্রোঞ্জের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল ভারত। অপর সেমিফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ব্রোঞ্জের ম্যাচে শেষ হাসি হাসলেন মার্কিন তিরন্দাজেরা। 


শুক্রবার ব্রোঞ্জের ম্যাচে লড়াই করেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ২-৬ সেটে হেরে গেলেন ধীরাজ ও অঙ্কিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাসি কফহোল্ড (Casey Kaufhold) ও ব্র্যাডি এলিসন (Brady Ellison) জুটির কাছে হেরে গেলেন তাঁরা।


 






যদিও অলিম্পিক্স তিরন্দাজিতে ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে সেমিফাইনালে উঠেই নজির গড়েছেন ধীরাজ ও অঙ্কিতা। ঘটনা হচ্ছে, কোরিয়া প্রজাতন্ত্রের যে জুটির কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিলেন ভারতের ধীরাজ ও অঙ্কিতা, শেষ পর্যন্ত তারাই অলিম্পিক্স তিরন্দাজির রিকার্ভ মিক্সড টিমে সোনা জেতে।                              


 






আরও পড়ুন: ইতিহাস গড়ার সুযোগ, শ্যুটিংয়ে ফের এক ফাইনালে উঠলেন ভারতের মনু


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।