প্যারিস: ব্যাডমিন্টনের পর টেবিল টেনিস। পদক জয়ের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে ভারতের। টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলস বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের শ্রীজা আকুলা (Sreeja Akula)। সিঙ্গাপুরের জিয়ান ঝেংকে (Jian Zheng) ৪-২ গেমে হারালেন শ্রীজা। 


এবং সেই জয় এল বিশেষ এক দিনে। কারণ, বুধবার, ৩১ জুলাই জন্মদিন শ্রীজার। ২৬ বছর পূর্ণ করলেন তিনি। বার্থ ডে গার্ল জিতলেন ৯-১১, ১২-১০, ১১-৪, ১১-৫, ১০-১২ ও ১২-১০ গেমে। সব মিলিয়ে ৫১ মিনিটে ম্যাচ জিতে নিলেন শ্রীজা।


যদিও ম্যাচের ফলাফলেই স্পষ্ট যে, শ্রীজার লড়াই সহজ ছিল না। বরং প্রথম গেমেই হেরে গিয়েছিলেন ভারতীয় প্যাডলার। পরের তিনটি গেম জিতে লড়াইয়ে ফেরেন। পঞ্চম গেমে পরাজয়ের পর ষষ্ঠ গেম জিতে নেন। চারটি গেম জিতে যাওয়ায় সপ্তম গেম খেলার আর প্রয়োজন হয়নি।


নিজেকেই যেন নিজে জন্মদিনের উপহার দিলেন শ্রীজা। মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিলেন। ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন। প্রথম গেম হেরে যাওয়ার পরেও ঘুরে দাঁড়িয়ে পরের তিনটি গেম পরপর জিতে নিলেন শ্রীজা। তারপর একটি গেম খোয়ালেও পরের গেম জিতে ম্যাচও জিতে নেন তিনি।


অলিম্পিক্সে টেবিল টেনিসের ইতিহাসে ভারতের দ্বিতীয় প্যাডলার হিসাবে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন শ্রীজা। মণিকা বাত্রার পর। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে ইতিমধ্যেই প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন মণিকা।            


তবে প্রি কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষা শ্রীজার। সেখানে বিশ্বের এক নম্বর চীনের সুং ইয়িংশার বিরুদ্ধে খেলতে হবে তাঁকে।


আরও পড়ুন: প্রি কোয়ার্টার ফাইনালে সহজ জয় লভলিনার, পদকের আরও কাছে ভারতের বক্সার


 




আরও পড়ুন: মাত্র ৩৪ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধু


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।