Tokyo Olympics 2020: অলরাউন্ড জিমন্যাস্টিক্সের ফাইনালেও উঠতে পারলেন না প্রণতি
সাবডিভিশন দুইয়ের পর ২৯ নম্বরে রয়েছেন প্রণতি। মোট পাঁচটি সাবডিভিশন হবে রবিবারই। সেখান থেকে সেরা ২৪ জন জিমন্যাস্ট অল অ্যারাউন্ড ফাইনালে উঠবেন।
টোকিও: আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের সাবডিভিশন ওয়ান থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি। এবার অলরাউন্ড ফাইনালেও উঠতে পারলেন না প্রণতি নায়েক।
আরিয়াকে জিমন্যাস্টিক্স সেন্টারে ফ্লোর এক্সারসাইজ, ভল্ট, আনইভেন বার ও ব্যালান্স বিম, মোট চারটি বিভাগে ৪২.৫৬৫ স্কোর করলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার ২৬ বছর বয়সী জিমন্যাস্ট। সাবডিভিশন দুইয়ের পর ২৯ নম্বরে রয়েছেন প্রণতি। মোট পাঁচটি সাবডিভিশন হবে রবিবারই। সেখান থেকে সেরা ২৪ জন জিমন্যাস্ট অল অ্যারাউন্ড ফাইনালে উঠবেন। ফাইনাল আয়োজিত হবে ২৯ জুলাই।
পাশাপাশি প্রত্যেক বিভাগে সেরা আটজন করে জিমন্যাস্ট সংশ্লিষ্ট বিভাগের ফাইনালে খেলবেন। ১-৩ অগাস্ট আয়োজিত হবে ফাইনাল।
রবিবার সকালে লড়াই করলেও আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে সাবডিভিশন ওয়ানের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি ভারতের জিমন্যাস্ট প্রণতি নায়েক। সাবডিভিশন ওয়ানে তিনি স্কোর করলেন ৪২.৫৬৫। এখনও আরও তিনটি সাবডিভিশন রয়েছে প্রণতির হাতে। সেখানে ভাল করার সুযোগও রয়েছে। বাকি তিনটি সাবডিভিশনও হবে রবিবারই।
চারটি রোটেশনে প্রণতির স্কোর হয় ১৩.৪৬৬ (ভল্ট), ৯.৪৩৩ (ব্যালান্স বিম), ১০.৬৩৩ (ফ্লোর) ও ৯.০৩৩ (আনইভেন বার)। সব মিলিয়ে সাবডিভিশন ওয়ানে ৪২.৫৬৫ স্কোর করেন পশ্চিম মেদিনীপুরের পিংলার তরুণী।
রবিবার টোকিও অলিম্পিক্সে রোয়িংয়ে চমক দিলেন ভারতের অর্জুন লাল জাঠ ও অরবিন্দ সিংহ। পুরুষ রোয়িংয়ে লাইটওয়েট ডাবল স্কালসের (রেপেশাঁ) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় জুটি।