প্যারিস: প্রতিপক্ষ ছিলেন শীর্ষ বাছাই। গত বারের অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ীও বটে। তবে তবে জাপানের ইউয়ি সুসাকিকে হারালেন ভারতীয় কুস্তিগীর। প্যারিসে (Paris Olympics 2024) নিজের ৫০ কেজির প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুরন্ত জয় পেলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। 


প্রথম ভারতীয় কুস্তিগীর হিসাবে নাগাড়ে তৃতীয় অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে আগেই ইতিহাস গড়েছিলেন বিনেশ। তবে খাতায় কলমে তাঁর প্রথম রাউন্ডের প্রতিপক্ষ বিনেশ সুসাকির থেকে অনেক পিছিয়ে ছিলেন। অনেকেই মনে করছিলেন এই টাই থেকে বিনেশের কোয়ার্টার ফাইনালে পৌঁছনো কার্যত অসম্ভব। কারণ বিগত পাঁচ বছরে কোনও ম্যাচই হারেননি ইউয়ি সুসাকি। জাপানের কুস্তিগীর এক পয়েন্টও না খুইয়ে গত বারের অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর তিনি। অপরদিকে বিনেশ বিশ্বের ৬৫ নম্বর। তবে খাতায় কলমে যাই হোক, ম্যাটে কিন্তু বিনেশ প্রমাণ করে দিলেন নিজেকে। একেবারে শেষমুহূর্তে দুরন্ত টেকডাউনে ম্যাচ নিজের নামে করে ফেলেন বিনেশ। ভারতীয় কুস্তিগীরের পক্ষে ফলাফল ৩-২।


 






তবে ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল পারল না। শরথ কামালরা দলগত বিভাগে সোনা জয়ের ফেভারিট চিনের বিরুদ্ধে নেমেছিলেন। নাগাড়ে তিন ম্যাচ হারলেন শরথ কামালরা। শরথ ও মানব ঠাক্কার নিজেদের সিঙ্গলস ম্যাচে লড়াই করেছিলেন বটে। শরথ নিজের ম্যাচ এক গেম জেতেনও। সেখানে মানব ৯-১১ স্কোরলাইনে দুই গেমে দুরুন্ত লড়াই করে পরাজিত হন। তবে শেষমেশ তাঁদের হারতেই হয়। ডাবলস ম্যাচে হার্ভিক দেশাই ও মানব তেমন লড়াইই করতে পারেননি। ভারতীয় মহিলা দল চিনের বিরুদ্ধে লড়াই পাঁচ ম্যাচ অবধি নিয়ে গিয়েছিলেন। কিন্তু পুরুষরা পারলেন না। এর সঙ্গেই টেবিল টেনিসে ভারতের প্যারিস অলিম্পিক্সের অভিযানও শেষ হল।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ঠিকভাবে দাঁড়াতেও পারছেন না! বিনোদ কাম্বলির ভাইরাল ভিডিও দেখে উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা