PAK vs SL Asia Cup Final LIVE: শ্রীলঙ্কার কাছে স্বপ্নভঙ্গ পাকিস্তানের, ফাইনালে ২৩ রানে পরাস্ত বাবর আজমরা

PAK vs SL Asia Cup Final 2022 LIVE: টি-টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়ার সেরা দল শ্রীলঙ্কা। পাকিস্তানকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন দাসুন শনাকারা।

abp ananda Last Updated: 11 Sep 2022 11:23 PM
Asia Cup Final Live: পাক-বধ করে এশীয় সেরা শ্রীলঙ্কা

শাদাব খানকে ফেরালেন তিকশানা। নাসিম শাহকে ফেরালেন প্রমোদ মধুশান। ২০ ওভারে ১৪৭ রানে শেষ পাকিস্তান। শ্রীলঙ্কা ২৩ রানে জয়ী হয়ে এশিয়া চ্যাম্পিয়ন হল।

PAK vs SL Asia Cup Final LIVE: এক ওভারে ৩ উইকেট হাসারাঙ্গার

৯ বলে ৬ রান করে ফিরলেন মহম্মদ নওয়াজ। দুরন্ত ছন্দে থাকা মহম্মদ রিজওয়ানকে (৪৯ বলে ৫৫ রান) ফেরালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এক বল পরেই আসিফ আলিকে বোল্ড করে দিলেন হাসারাঙ্গা। ফের এক বল পরে হাসারাঙ্গার শিকার খুশদিল শাহ (২)। ১৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১১২/৭।

PAK vs SL Asia Cup Final LIVE: ১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১০১/৩

৩১ বলে ৩২ রান করে ফিরলেন ইফতিকার আমেদ। ১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১০১/৩। ৩০ বলে আর ৭০ রান চাই পাকিস্তানের।

PAK vs SL Asia Cup Final LIVE: ১২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৮৮/২

১২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৮৮/২। ক্রিজে মহম্মদ রিজওয়ান (৪১) ও ইফতিকার আমেদ (৩২)।

Asia Cup Final Live: ৯ ওভারের শেষে পাকিস্তান তুলেছে ২ উইকেটে ৬৩

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ছিল ৩৬/২। ৯ ওভারের শেষে পাকিস্তান তুলেছে ২ উইকেটে ৬৩ রান। 

PAK vs SL Asia Cup Final LIVE: পরপর ২ বলে আউট বাবর ও ফকর

প্রমোদ মদুসন এক ওভারে পরপর ২ বলে ফেরালেন বাবর আজম (৫) ও ফকর জামান (০)-কে। ৪ ওভারের শেষে পাকিস্তান ২৪/২।

Asia Cup Final Live: এক ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১২/০

প্রথম ওভারেই চাপে পড়ে গেলেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মধুশঙ্কা। প্রথম বলটিই নো বল করেন তিনি। তারপর চারটি টানা ওয়াইড বল করেন। যার মধ্যে একটি বাই চারও পায় পাকিস্তান। এক ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১২/০।

Asia Cup Final Live: ২০ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ১৭০/৬

৩৫ বলে দুরন্ত হাফসেঞ্চুরি ভানুকা রাজাপক্ষের। তাঁর ক্যাচ দুবার ফেলেন শাদাব খান। একবার সতীর্থ ফিল্ডার আসিফ আলির সঙ্গে সংঘর্ষও হয়। রাজাপক্ষে ৭১ রানে অপরাজিত ছিলেন। ২০ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ১৭০/৬।

SL vs Pak Live: রউফের বলে কট বিহাইন্ড ওয়ানিন্দু

হ্যারিস রউফের বলে কট বিহাইন্ড ওয়ানিন্দু হাসারাঙ্গা (২১ বলে ৩৬ রান)। ১৫ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ১১৭ রান।

Asia Cup Final Live: ১২ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৮৫/৫

১২ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৮৫/৫। ক্রিজে হাসারাঙ্গা ও ভানুকা রাজাপক্ষে।

Asia Cup Final Live: ১০ ওভারের শেষে শ্রীলঙ্কা ৬৭/৫

শাদাব খানের বলে বোল্ড দাসুন শনাকা (২)। ১০ ওভারের শেষে শ্রীলঙ্কা ৬৭/৫।

Pak vs SL Live: ৮ ওভারের শেষে শ্রীলঙ্কা ৫৫/৪

ইফতিকারের বলে কট অ্যান্ড বোল্ড ধনঞ্জয় ডি'সিলভা। ৮ ওভারের শেষে শ্রীলঙ্কা ৫৫/৪।

Pak vs SL Live: ৬ ওভারের শেষে শ্রীলঙ্কা ৪২/৩

হ্যারিস রউফের বলের লাইন মিস করে বোল্ড গুণতিলকা (১)। ৬ ওভারের শেষে শ্রীলঙ্কা ৪২/৩।

PAK vs SL Asia Cup Final LIVE: রউফের বলে আউট পাথুম নিশাঙ্কা

হ্যারিস রউফের বলে আউট পাথুম নিশাঙ্কা (৮ রান)। ৫ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩৬/২।

PAK vs SL Live: শুরুতেই ধাক্কা নাসিমের

প্রথম ওভারেই কুশল মেন্ডিসের স্টাম্প ছিটকে দিলেন নাসিম শাহ। ২ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৬/১।

PAK vs SL Asia Cup Final LIVE: পাকিস্তান দলে ফিরলেন নাসিম-শাদাব

ফাইনালে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠালেন পাক অধিনায়ক বাবর আজম। জানালেন, উসমান ও হাসান আলির পরিবর্তে শাদাব খান ও নাসিম শাহ ফিরছেন প্রথম একাদশে।

প্রেক্ষাপট

দুবাই: টি-টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়ার সেরা ক্রিকেট দল কারা? এশিয়া সেরার যুদ্ধে আজ, রবিবার মাঠে নামছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠালেন পাক অধিনায়ক বাবর আজম। রান তাড়া করার স্ট্র্যাটেজি নিল পাক শিবির।


সুপার ফোরে সব ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে দাসুন শনাকার দল। অন্যদিকে বাবর আজমের (Babar Azam) দল ভারত ও আফগানিস্তানকে হারালেও একমাত্র লঙ্কা বাহিনীর বিরুদ্ধে হেরে গিয়েছিল। সুপার ফোরে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এবার শ্রীলঙ্কা দলের সামনে। 





আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.