PAK vs NZ Semifinal Live: ৭ উইকেটে দুরন্ত জয় বাবরদের, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

PAK vs NZ T20 Score Live: বুধবার সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ও পাকিস্তান। যে ম্যাচকে অনেকে ১৯৯২ ওয়ান ডে বিশ্বকাপের রিম্যাচ বলছেন।

ABP Ananda Last Updated: 09 Nov 2022 04:59 PM
Pak vs NZ Live Score: দুরন্ত জয় পাকিস্তানের

৭ উইকেটে দুরন্ত জয় পাকিস্তানের। ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারা। 

Pak vs NZ Live: ফিরলেন রিজওয়ান, শিকার বোল্টের

শেষ বেলায় ট্যুইস্ট ম্যাচে। বোল্টের বলে ফিরলেন মহম্মদ রিজওয়ান।

Pak vs NZ Live Score: বাবর আউট, অর্ধশতরান রিজওয়ানের

আউট বাবর আজম। অর্ধশতরান হাঁকালেন মহম্মদ রিজওয়ানও। 

Pak vs NZ Live: বাবরের অর্ধশতরান

দুরন্ত অর্ধশতরান বাবর আজমের। টি-টোয়েন্টি কেরিয়ারের ৩০ তম অর্ধশতরান হাঁকালেন পাক অধিনায়ক।

Pak vs NZ Live Score: ছন্দে বাবর ও রিজওয়ান

ফর্মে ফিরছেন বাবর আজম ও রিজওয়ান। বোর্ডে ৭০ রান তুলে নিলেও কোনও উইকেট হারায়নি পাকিস্তান। 

Pak vs NZ Live: ৩ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২৪/০

ভাল শুরু পাকিস্তানের। ৩ ওভারের শেষে স্কোর ২৪/০। 

Pak vs NZ Live: ৩২ বলে হাফসেঞ্চুরি ডারিল মিচেলের

৩২ বলে হাফসেঞ্চুরি ডারিল মিচেলের। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলল ১৫২/৪। ম্যাচ জিততে ১৫৩ রান করতে হবে বাবর আজমদের।

Pak vs NZ Live: ৪৬ রান করে ফিরলেন কেন উইলিয়ামসন

৪২ বলে ৪৬ রান করে ফিরলেন কেন উইলিয়ামসন। ১৬.২ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১১৭/৪।

Pak vs NZ Live Update: ১২ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৮১/৩

১২ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৮১/৩। পাল্টা লড়াই করছেন কেন উইলিয়ামসন ও ডারিল মিচেল।

Pak vs NZ Live Score: ৬ রান করে ফিরলেন দুরন্ত ছন্দে থাকা গ্লেন ফিলিপস

মহম্মদ নওয়াজের বলে মাত্র ৬ রান করে ফিরলেন দুরন্ত ছন্দে থাকা গ্লেন ফিলিপস। ৮ ওভারের শেষে নিউজিল্যান্ড ৪৯/৩।

Pak vs NZ Live Score: ২০ বলে ২১ করে রান আউট ডেভন কনওয়ে

শাদাব খানের দুরন্ত থ্রোয়ে ২০ বলে ২১ করে রান আউট ডেভন কনওয়ে। ৬ ওভারের শেষে নিউজিল্যান্ড ৩৮/২।

Pak vs NZ Live: ৫ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩০/১

৫ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩০/১। ক্রিজে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে।

Pak vs NZ Live: প্রথম ওভারেই নাটক

প্রথম ওভারেই নাটক। প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে বাউন্ডারি ফিন অ্যালেনের। দ্বিতীয় বলে তাঁকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে ডিআরএস নেন ফিন। দেখা যায়, বল তাঁর ব্যাটে লেগে তারপর প্যাডে লেগেছে। পরের বলে ফের তাঁকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নিয়েও এবার জীবনরক্ষা হয়নি ফিনের। ফেরেন ৪ রান করে। ১ ওভারের শেষে নিউজিল্যান্ড ৬/১।

Pak vs NZ Live: পাকিস্তান দল অপরিবর্তিত

পাকিস্তানও দল অপরিবর্তিত রাখল। আগের ম্যাচের দলই ধরে রাখলেন বাবর আজমরা।

PAK vs NZ T20 Score Live: টস জিতে প্রথম ব্যাটিং নিউজিল্যান্ডের

টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। দলে কোনও পরিবর্তন করেননি তিনি।

PAK vs NZ Semifinal Live: হুঁশিয়ারি দিচ্ছেন উইলিয়ামসন

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দুরন্ত ছন্দে নিউজিল্যান্ডের বোলাররা। বুধবার সেমিফাইনালে পাকিস্তানের ব্যাটসম্যানদের বিরুদ্ধেও কি কামাল করবেন ট্রেন্ট বোল্ট-টিম সাউদিরা? নিউজিল্যান্ডের অধিনায়কের গলায় যেন প্রতিপক্ষ শিবিরের প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি। ম্যাচের আগের দিন কেন উইলিয়ামসন (Kane Williamson) বলেছেন, 'ওরা অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘদিন ধরে খেলছে। উইকেট নেওয়া হোক বা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করা, সবেতেই ওরা পারদর্শী। এই টুর্নামেন্টেও অনবদ্য ছন্দে রয়েছে। সিডনিতে নতুন প্রতিপক্ষ আর এখানেও আমাদের মানিয়ে নিতে হবে।'

PAK vs NZ Semifinal Live: সিডনিতে রোদ ঝলমলে দিন

বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সিডনিতে আপাতত রোদ ঝলমলে আকাশ। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ সময়ে শুরু হওয়া নিয়ে কোনও উদ্বেগ নেই।

প্রেক্ষাপট

সিডনি: একদল প্রথম ম্যাচেই হারিয়েছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের। গ্রুপ ওয়ানের শীর্ষে থেকে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। অন্য দল হেরে গিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। এক সময় গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া কার্যত নিশ্চিত দেখাচ্ছিল। সেখান থেকে অলৌকিকভাবে ঘুরে যায় ভাগ্য। ডাচদের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যেতেই শেষ চারের টিকিট কনফার্ম হয়।


বুধবার সেমিফাইনালে মুখোমুখি সেই নিউজিল্যান্ড ও পাকিস্তান। যে ম্যাচকে অনেকে ১৯৯২ ওয়ান ডে বিশ্বকাপের রিম্যাচ বলছেন। ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের পাকিস্তান। সেবারও সেমিফাইনালে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ সামলাতে হয়েছিল পাকিস্তানকে (Pak vs NZ)। কিউয়িদের হারিয়েই ফাইনালে উঠেছিল পাকিস্তান, জিতে নিয়েছিল ট্রফিও।


গুলিবিদ্ধ ইমরান হাসপাতালে শয্যাশায়ী। তবে কিংবদন্তি অধিনায়কও নিশ্চয়ই উৎসাহিত হবেন এটা দেখে যে, ফের এক বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সর্বত্র আলোচনা, ১৯৯২ সালের স্মৃতি কি ফেরাতে পারবেন বাবর আজমরা?                                               


পাশাপাশি ভাগ্য নিয়েও চলছে চর্চা। সেপ্টেম্বরে দেশের মাটিতে, করাচিতে ইংল্যান্ডের কাছে তৃতীয় টি-টোয়েন্টিতে পরাজয়ের পর পাকিস্তানের কোচ সাকলিন মুস্তাক বলেছিলেন, কিছুই আমাদের হাতে নেই। সবই প্রকৃতির নিয়ম। যে মন্তব্য নিয়ে হাসাহাসি হয়েছিল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অবশ্য ভাগ্য সঙ্গ দিয়েছে পাক দলের। বিদায় নেওয়ার মুখে দাঁড়িয়েও অলৌকিকভাবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন বাবর আজমরা। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায়। এখন বলাবলি হচ্ছে, এটাও হয়তো প্রকৃতিরই নিয়ম।


সিডনিতে বুধবারের সেমিফাইনালে অনেকের নজর থাকবে বাবরের ব্যাটের দিকে। চলতি বিশ্বকাপে একেবারেই বিবর্ণ বাবর। এক সময় বিরাট কোহলির সঙ্গে তাঁর শ্রেষ্ঠত্বের তুলনা হতো। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে বিরাট। আর ফর্ম হারিয়েছেন বাবর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে তিনি কী করেন, দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।


নিউজিল্যান্ডের হয়ে তিন ধরনের ফর্ম্যাটে চারটি বিশ্বকাপ ফাইনালে নামতে চলেছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। কিন্তু সাদা বলের ক্রিকেটে এখনও কোনও বিশ্বকাপ জেতেননি তাঁরা। এটাই হয়তো তাঁদের কাছে শেষ সুযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার।


কেন উইলিয়ামসন ও ডারিল মিচেল চলতি বিশ্বকাপে লেগস্পিনারদের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়ছেন। পাক লেগস্পিনার শাদাব খানের চ্যালেঞ্জ তাঁরা সামলাতে পারেন কি না, তা নিয়েও আগ্রহী অনেকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.