এক্সপ্লোর
Advertisement
ধোনি হোটেল রুমে এসে জার্সি উপহার দিয়েছিলেন, জানালেন আপ্লুত পাকিস্তানের সুপার ফ্যান বশির
নয়াদিল্লি : মাঠে তাঁর দক্ষতার মতো মাঠের বাইরেও মহেন্দ্র সিংহ ধোনির আচরণ মন জিতে নেয়। আর ধোনির এ ধরনের ব্যবহার আশেপাশের সবাইকে অবাক করে দেয়। এশিয়া কাপের ফাইনালের আগে ৩৬ বছরের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক পাকিস্তান দলের বিখ্যাত সমর্থক মহম্মদ বশিরকেও চমকে দিয়েছিলেন। ধোনির সেই আচরণে মুগ্ধ বশির। আর এই কারণেই এশিয়া কাপের ফাইনালে নীল জার্সি পরে ভারতীয় দলকে সমর্থন জানাতে গ্যালারিতে পৌঁছে গিয়েছিলেন বশির।
মহম্মদ বশির চাচা বশির হিসেবেই পরিচিত। ৬২ বছরের এই পাক সমর্থক এক সাক্ষাত্কারে জানিয়েছেন, আচমকাই ধোনি তাঁর হোটেলের রুমে চলে আসেন। তারপর কী হল, তা সবিস্তারে জানিয়েছেন তিনি।
বশির বলেছেন, 'রাত তখন বারোটা। হোটেলের রুমে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি ধোনি দাঁড়িয়ে। আমরা একই ফ্লোরে ছিলাম। ও আমাকে বলল, চাচা, একেবারে ব্র্যান্ড নিউ। আপনি এই টি-শার্ট পরবেন'।
সবাই দেখেছেন, এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলের সুপার ফ্যান সুধীর গৌতমের সঙ্গে রোহিত দলের হয়ে গলা ফাটিয়েছিলেন বশির। এখন জানা গেল, সেদিন তিনি যে জার্সি পরেছিলেন তা উপহার দিয়েছিলেন ধোনি। বশির বলেছেন, 'এটা নিখাদ ভালোবাসা। উপরওয়ালার দয়ায় টাকাপয়সা আসবে-যাবে। আমি সুধীরকে বললাম, তুমি এখানে এসো। আমি সবকিছুর খেয়াল রাখবো। আমি ধনী নই। কিন্তু আমার হৃদয় সাগরের মতো। আমি তোমাকে সাহায্য করলে উপরওয়ালা খুশি হবেন'।MS DHONI presented his tee shirt to Pakistan super fan chacha before the Asia cup finals😍#VijayHazare #DHONI #MSDhoni #2point0 #sarkar #saaho #ThugsOfHindostanTrailer #ThugsOfHindostan #zero #manikarnika #viswasam #ngk #GOAvVID #Simmba #BiggBossTelugu2 #BiggBoss12 #BiggBoss pic.twitter.com/TKXDUGy1Na
— himatej nallamothu (@HimatejN) October 8, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement