সাও পাওলো: অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যু সংবাদ ঘোষণা করার পরই শোকস্তব্ধ গোটা বিশ্ব। শুধু ক্রীড়াজগতই নয়, কিংবদন্তি পেলের মৃত্যুতে শোকের ছায়া রাজনীতি থেকে শুরু করে বিনোদন, সব ক্ষেত্রেই।


পেলের (Pele) মৃত্যুতে শোকপ্রকাশ করলেন হলিউডের মহাতারকা সিলভেস্টার স্ট্যালোন (Sylvester Stallone)। যাঁর সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছিলেন পেলে। ১৯৮২ সালে দুজনে একসঙ্গে কাজ করেছিলেন 'ফিউগা পারা ভিটোরিয়া' ছবিতে।


হলিউডের কিংবদন্তি ব়্যাম্বো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'পেলে দ্য গ্রেট! খুব শান্তিতে থেকো। ভাল মানুষ ছিল।' সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাশাপাশি উঠে এসেছে 'ফিউগা পারা ভিটোরিয়া' ছবির শ্যুটিংয়ের মজার মজার কাহিনিও। যেমন, সেই সিনেমার শ্যুটিংয়ে পেলে এত জোরাল এক শট মেরেছিলেন যে, অনামী গোলকিপারের ভূমিকায় অভিনয় করা স্ট্যালোনের হাতের আঙুল ভেঙে গিয়েছিল। 


পরে স্ট্যালোন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'পেলে আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি আগে কখনও গোলকিপিং করেছো? আমি জানিয়েছিলাম, না। তাতে ও বলেছিল, আমি বলে শট মারব। তুমি গোলপোস্টের নীচে দাঁড়িয়ে কিছুই করতে পারবে না। প্রথম শটে গোল করেছিল। পরের শটে হাত লাগাতে পেরেছিলাম। আর সঙ্গে সঙ্গে আঙুল ভাঙার শব্দ শুনতে পেয়েছিলাম। আমার আঙুল ভেঙে জাল ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল বল।'


শুক্রবারই ৮২ বছর বয়সে বিশ্বকে বিদায় জানিয়েছেন পেলে (Pele)। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর অবশেষে জীবনযুদ্ধে পরাজিত হলেন ব্রাজিল তারকা। ফুটবল সম্রাটের জীবনাবসানে ক্রীড়ামহলে শোকের ছায়া। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন পেলের সঙ্গে যুগ্মভাবে ব্রাজিলের জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেমার। শোকজ্ঞাপন করলেন বর্তমান ফুটবলবিশ্বের সম্ভবত দুই সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo)।


রোনাল্ডোর শোকবার্তা


পেলের মৃত্যুতে শোকজ্ঞাপন করে রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'গোটা ব্রাজিল, বিশেষ করে এডসন আরান্টেস ডো নাসিমেন্তোর (পেলের পুরো নাম) পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সম্রাট পেলেকে বিদায়। গোটা ফুটবল বিশ্ব এখন যে ব্যথা অনুভব করছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তুমি সবসময় আমাকে যে ভালোবাসা দেখিয়েছ তা প্রতি মুহূর্তে প্রতিপ্রদান ছিল এমনকি আমরা দূর থেকেও ভাগ করেছি। তাকে কখনো ভোলা যাবে না এবং তার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে আমাদের ফুটবল প্রেমী সবার মাঝে।'


মেসির শোকজ্ঞাপন


দিনকয়েক আগেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা ফুটবল দল। ব্রাজিল-আর্জেন্তিনার চিরকালের প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসিকে বিশ্বজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন পেলে। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন আর্জেন্তিনা কিংবদন্তি মেসিও। তিনি সোশ্যাল মিডিয়ায় এক ছোট্ট কিন্তু মর্মস্পর্শী বার্তায় লেখেন, 'শান্তিতে বিশ্রাম নাও পেলে।' 


আরও পড়ুন: দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে পারবেন গুরুতর জখম পন্থ? কী বলছেন বিশেষজ্ঞরা?