এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রো-কবাডি লিগ ২০১৮: দেখুন, ষষ্ঠ মরসুমে ১৬টি ম্যাচের পর কোন দল কোথায় দাঁড়িয়ে
নয়াদিল্লি: প্রো-কবাডি লিগের ষষ্ঠ মরসুমে এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ হয়েছে। এই ম্যাচগুলির পর জোন এ-র শীর্ষে পুনেরি পল্টন। ৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪। জোন বি-র শীর্ষে তেলুগু টাইটানস। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০। এখনও এই প্রতিযোগিতায় অনেক ম্যাচ বাকি। সেগুলি সব দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুনেরি পল্টন জোন এ-র শীর্ষে থাকলেও, তাদের সরিয়ে এক নম্বরে চলে যেতে পারে ইউ মুম্বা। ৩ ম্যাচ খেলে মুম্বইয়ের পয়েন্ট ১৩। এই জোনে তিন নম্বরে আছে দাবাঙ্গ দিল্লি। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮। ৪ ম্যাচ খেলে হরিয়ানা স্টিলার্সের পয়েন্ট ৫। ২ ম্যাচ খেলে গুজরাত ফরচুনজায়ান্টসের পয়েন্ট ৪। জয়পুর পিঙ্ক প্যান্থার্স এক ম্যাচ খেলে এক পয়েন্ট পেয়েছে।
জোন বি-র দলগুলির মধ্যে পটনা পাইরেটস ৩ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে। ইউপি যোদ্ধার সংগ্রহ ৪ ম্যাচে ৮ পয়েন্ট। তামিল থলাইভাস ৫ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে। বেঙ্গালুরু বুলস এক ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট পেয়েছে। বেঙ্গল ওয়ারিয়র্স এক ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট পেয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement