ইসলামাবাদ: ইঙ্গিত ছিলই। এ বার সিলমোহর পড়ল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধানের পদ থেকে প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজাকে অপসারণ করা হল। পাকিস্তান সরকারই পিসিবি-র চেয়ারম্যান পদ থেকে অপসারণ করল রামিজ রাজাকে। পরিবর্তে আগামী চার মাসের জন্য পুরো বিষয়টি পরিচালনার জন্য নাজম শেঠির নেতৃত্বে ১৪ সদস্যের একটি কমিটি নিযুক্ত করেছে।
দেশের মাটিতে টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে রামিজ রাজাকে সরিয়ে দেয় পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জারি করা এই বিজ্ঞপ্তিটিকে ফেডারেল মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হতে হবে। তবে তা কেবল একটি আনুষ্ঠানিকতা।
বুধবারই জানা গিয়েছিল, শাহবাজ শরিফ, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষক, তিনিই নাজম শেঠিকে দেশের ক্রিকেট সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
মাত্র ১৪ মাস আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন রামিজ রাজা (Ramiz Raja)। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাকিস্তান দল (Pakistan Cricket Team) ৩-০ হোয়াইটওয়াশ হওয়ার পরেই চাকরি গেল রামিজের। খবর অনুযায়ী, বুধবারই (২১ ডিসেম্বর) পিসিবির চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজাকে বরখাস্ত করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রামিজ। তারপর থেকে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন তিনি। রামিজের সময়কালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলি পাকিস্তান সফরে যায়। রামিজের সময়কালেই পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছেছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দলের সিরিজ হারের পরেই চাকরি হারাচ্ছেন রামিজ। প্রসঙ্গত, পাকিস্তান সরকার দেশের ক্রিকেট বোর্ডকে সরাসরি নিয়ন্ত্রণ করে।
পিসিবির তরফে দেশের প্রধানমন্ত্রীকেই ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের জন্য প্রার্থী মনোনয়নের সুযোগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীদের মধ্যেই একজনকে চেয়ারম্যান নিয়োগ করা হয়। খবর অনুযায়ী, পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শেরিফের সম্মতি নিয়েই রামিজ রাজা পরবর্তী পিসিবি চেয়ারম্যান হচ্ছেন নাজম শেঠি। শোনা যাচ্ছে পিসিবির একাংশ রামিজ রাজার কাজের ধরন নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না এবং অনেকেই ঘরের মাঠে পরপর দুই টেস্ট সিরিজ হারাটাও (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিরুদ্ধে) মেনে নিতে পারেননি। এর ফলেই রামিজের চাকরি গেল।
আরও পড়ুন: আর্জেন্তিনার বিশ্বজয় স্মরণীয় করে রাখতে আগ্রহী ব্রাজিলও, চাওয়া হল মেসির পায়ের ছাপ