বিশাখাপত্তনম: তিনি ভাঙা হাত নিয়েও ব্যাট করতে নেমে পড়েছিলেন রাজ্য দলের হয়ে। যে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তাঁর দায়বদ্ধতা দেখে গুণমুগ্ধ হয়েছিল ক্রিকেটমহল। বলা হয়েছিল, লড়াকু মানসিকতা হতে হয় এমনই।
সেই হনুমা বিহারী (Hanuma Vihari) সিদ্ধান্ত নিলেন, ঘরোয়া ক্রিকেটে আর কখনও অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) হয়ে খেলবেন না! এবং কাঠগড়ায় তুললেন অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থাকে। অভিযোগ করলেন, তাঁকে অপদস্থ করা হয়েছে। এবং গোটা ঘটনা হয়েছে বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ চলাকালীন। বিশাখাপত্তনমে যে ম্যাচে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসের লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট অর্জন করেছিল অন্ধ্র প্রদেশ।
সোমবার রঞ্জি ট্রফির হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনালে মধ্য প্রদেশের কাছে মাত্র ৪ রানে হেরে বিদায় নেয় অন্ধ্র প্রদেশ। প্রথমবারের জন্য রঞ্জি সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল অন্ধ্র প্রদেশের। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায়। দ্বিতীয় ইনিংসে লড়াকু ৫৫ রান করেন হনুমা। তাতেও দলকে জেতাতে পারেননি। ম্যাচের পরই বিস্ফোরক এক সময় ভারতীয় দলে খেলা ক্রিকেটার।
চলতি রঞ্জি ট্রফিতে অন্ধ্র প্রদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হনুমা। ১৩ ইনিংসে ৫২২ রান করেছেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরই ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেন হনুমা। জানান, তাঁকে দলের নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছিল। জানুয়ারিতে বাংলার বিরুদ্ধে ম্যাচের একটি ঘটনার জন্য। যে ঘটনার নেপথ্যে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ!
হনুমা লিখেছেন, 'বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচে আমি দলের অধিনায়ক ছিলাম। সেই ম্যাচ চলাকালীন আমি দলের ১৭তম সদস্যকে বকাঝকা করেছিলাম। তাতে সেই ক্রিকেটার তার বাবাকে অভিযোগ করে। তার বাবা একজন রাজনীতিবিদ। তিনি অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থাকে আমার বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেন। সেই ম্যাচে আমরা গতবারের ফাইনালিস্ট বাংলার বিরুদ্ধে ৪১০ রান তাড়া করে লিড নেওয়ার পরেও নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে বলা হয়। আমার কোনও দোষ না থাকা সত্ত্বেও।'
হনুমা আরও লিখেছেন, 'আমি ওই প্লেয়ারকে ব্যক্তিগতভাবে কিছু বলিনি। তবে সংস্থা মনে করেছে সেই ক্রিকেটার বেশি দামি আমার মতো ক্রিকেটারের চেয়ে, যে গত মরশুমে নিজের শরীর বাজি রেখে বাঁ হাতে ব্যাট করেছে এবং গত সাতবারের রঞ্জি ট্রফিতে পাঁচবার অন্ধ্র প্রদেশকে নক আউটে নিয়ে গিয়েছে। ভারতের হয়ে ১৬ টেস্ট ম্যাচ খেলেছে।'
বিহারী জানিয়েছেন, সেই ঘটনার পর তাঁকে অপদস্থ করা হয়েছিল। তবু তিনি রিকি ভুঁইয়ের অধীনে খেলে গিয়েছেন এবং সাত ম্যাচের মধ্যে তিনটিতে জিতে গ্রুপ বি থেকে পরের রাউন্ডে গিয়েছিল অন্ধ্র প্রদেশ। হনুমা লিখেছেন, 'অপদস্থ হয়েও আমি খেল া চালিয়ে গিয়েছিলাম কারণ আমি খেলাকে এবং দলকে সম্মান করি। কিন্তু সংস্থা মনে করে তারা যা বলবে ক্রিকেটারেরা তা শুনতে বাধ্য এবং সংস্থার জন্যই ক্রিকেটারেরা রয়েছে। এত অপদস্থ হয়েও আজকের আগে মুখ খুলিনি।'
হায়দরাবাদের হয়ে কেরিয়ার শুরু করার পর অন্ধ্র প্রদেশের হয়েও খেলেছেন হনুমা। মাঝে একবার হায়দরাবাদে ফিরেছিলেন। কিন্তু ফের অন্ধ্র প্রদেশের হয়েই খেলতে শুরু করেন।
আরও পড়ুন: ভারতের জয় দেখে নীরবতা ভাঙলেন কোহলি, ছেলের জন্মের খবর দেওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে