কলকাতা: পিচ বিতর্কে প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল ইডেনে। বুধবার খেলা হল ৭৮ ওভার। দাপট দেখালেন বাংলার বোলাররা। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওড়িশাকে প্রথম ইনিংসে ২৬৫ রানে অল আউট করে দিল বাংলা। ঈশান পোড়েল ও প্রীতম চক্রবর্তীর ঝুলিতে তিনটি করে উইকেট। কিন্তু পাল্টা চাপে পড়ে গিয়েছে বাংলাও। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে বসেছে তারা।
সবচেয়ে বড় কথা, চোট সমস্যায় জর্জরিত বাংলা। দলের বোলিং আক্রমণের অন্যতম অস্ত্র, আগের ম্যাচের সেরা পেসার আকাশ দীপ তো এই ম্যাচে খেলতেই পারবেন না। বাংলা শিবিরে কাঁটার মতো বিঁধছে একাধিক চোট-আঘাত। ফলে চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) নক আউটের আগে দলের চাপ বাড়ল।
তবে বাংলার বোলাররা দারুণ পারফর্ম করেছেন। গত ম্যাচে হরিয়ানার (Haryana) বিরুদ্ধে সাত পয়েন্ট পেয়েছে বাংলা। ফলে আগেই নক আউটে চলে গিয়েছেন মনোজ তিওয়ারিরা। ওড়িশার প্রথম ইনিংস ২৬৫ রানে গুটিয়ে দেওয়ার পরেও, দ্বিতীয় দিনের বাংলার স্কোরবোর্ডে উঠল ২ উইকেটে ৩৯ রান। ফলে এখনও ২২৬ রানে পিছিয়ে রয়েছে বাংলা। এর মধ্যে যোগ হয়েছে দলে একাধিক চোট। সেটা নিয়ে বেশ চিন্তায় টিম ম্যানেজমেন্ট।
ভেজা পিচের বিতর্ক কাটলেও ইডেনে চাপ বাংলা। দ্বিতীয় দিনের শুরুতেই চোট আকাশ দীপের। কনকাশন সাব হিসাবে নামানো হল গীত পুরীকে। প্রথম ইনিংসে ওড়িশা তুলল ২৬৫ রান। ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৯ রান বাংলার। পিছিয়ে ২২৬ রানে।
বুধবার ফিল্ডিং করার সময় মাথায় চোট পান আকাশ দীপ। বাংলার পেসার চোটের কারণে এই ম্যাচে আর খেলতে পারবেন না। তাঁর বদলে গীত পুরীকে মাঠে নামানো হয়। তিনি ২১ ওভার বল করে নেন একটি উইকেট। ঈশান পোড়েল এবং প্রীতম চক্রবর্তী ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন অভিষেক ম্যাচ খেলতে নামা আকাশ ঘটক।
ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটার অনুষ্টুপ মদুমদার। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেছেন, 'অনুষ্টুপের আঙুল ফুলে রয়েছে। গুরুতর কিছু নয়। আমরা সতর্ক থাকছি। ওকে প্রয়োজনে একটু নীচের দিকে ব্যাটিং করানো হবে।'