এক্সপ্লোর
গিবসের রসিকতা, ম্যাচ ফিক্সিং খোঁচা অশ্বিনের, ট্যুইট ঘিরে তিক্ততা

নয়াদিল্লি: রবিচন্দ্রন অশ্বিনের একটা ট্যুইট। জবাবে হার্শেল গিবসের রসিকতা। আর তা ঘিরে শেষপর্যন্ত ছড়াল তিক্ততা। শুরুটা হয়েছিল ভারতীয় দলের অফস্পিনার অশ্বিনের একটা ট্যুইট দিয়ে। একটি স্পোর্টস শ্যু ব্র্যান্ড নিয়ে একটা ট্যুইট করেছিলেন অশ্বিন। তিনি লেখেন, এই জুতোর নকশা দারুণ। পরেও আরাম। সেরা এই রানি শ্যু পরার জন্য আমি মুখিয়ে রয়েছি।
অশ্বিনের ওই পোস্ট নিয়ে রসিকতা করে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস মন্তব্য করেন, তাহলে এই জুতো অশ্বিনকে আরও বেশি দ্রুত ছুটতে সাহায্য করবে।Hey Guys! Just got my hands on the new NIKE React. It’s got a stunning design and the foam technology used makes it light and comfortable to use. Undoubtedly, the best running shoes I’ve stepped into, can’t wait to flaunt them. #NikeReact #InstantGo #teamNike pic.twitter.com/SmspLkw2dA
— Ashwin Ravichandran (@ashwinravi99) February 19, 2018
Hopefully you will be able to run a bit faster now ashwin 😂 — Herschelle Gibbs (@hershybru) February 19, 2018গিবসের এই মন্তব্য খুব একটা ভালো লাগেনি অশ্বিনের। তিনি ঘুরিয়ে ২০০০ সালের ম্যাচ-ফিক্সিং ঘটনা নিয়ে খোঁচা দেন গিবসকে। পরে অবশ্য এই ট্যুইট ডিলিট করে দেন অশ্বিন। ওই ট্যুইটে অশ্বিন লেখেন, হ্যাঁ, আমি হয়ত তোমাদের মতো দ্রুত দৌড়তে পারি না। কিন্তু নীতি মেনে চলি। ম্যাচ ফিক্সিং করি না। এতে আমার ভাতের অভাব হয় না। এর জবাবে গিবস লেখেন, বুঝলাম, তুমি রসিকতা বোঝ না।
শেষপর্যন্ত অশ্বিন বোধহয় বুঝতে পারেন যে, রসিকতাটি ভুল দিশায় চলে গিয়েছে। পুরো বিষয়টি নিয়ে ভুলবোঝাবুঝির অবসান ঘটাতে তিনি গিবসের সঙ্গে নৈশভোজে যাওয়ার প্রস্তাবও দেন। তিনি লেখেন, আমার জবাবটাও রসিকতা ছিল। কিন্ত ভুল বোঝাবুঝি হয়েছে। যাক গে, এ ব্যাপারে আমরা একদিন নৈশভোজ করব।Can’t take a joke i see😉 anyway moving swiftly on..
— Herschelle Gibbs (@hershybru) February 19, 2018
I totally believed my reply was a joke too, but look how people and yourself perceived it. I am totally game for this sort of fun mate, we shall dine over this sometime.😂 https://t.co/Z7YdXQnxeD — Ashwin Ravichandran (@ashwinravi99) February 19, 2018অশ্বিনের খোঁচাটি নিয়ে ট্যুইটেরেটি-রাও মিশ্র প্রতিক্রিয়া জানান। ব্যাপারটি নিয়ে জলঘোলা হচ্ছে দেখে শেষপর্যন্ত ট্যুইটটি মুছে ফেলেন অশ্বিন। উল্লেখ্য, ১৯৯৯-২০০০-এ ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ে গিবসের নাম উঠেছিল। দোষী হওয়ায় গিবসের ওপর নিষেধাজ্ঞাও আরোপিত হয়েছিল। গিবস ছাড়াও মহম্মদ আজহারউদ্দিন, হ্যান্সি ক্রোনিয়ে ও অজয় জাদেজার মতো ক্রিকেটারদের নাম সামনে এসেছিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























