নয়াদিল্লি: চলতি আইপিএলে বেশ ভাল ফর্মেই রয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ইতিমধ্যেই টুর্নামেন্টে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। গত রবিবার যদিও নিজেদের ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে হলুদ ব্রিগেডকে হারতে হয়েছিল, তাও লিগ তালিকায় ১৬ পয়েন্ট সিএসকেও কিন্তু প্লে-অফের দৌড়ে এক পা বাড়িয়েই রেখেছে।


জাডেজা-মোদি সাক্ষাত


জাডেজারা আগামী শনিবার, ২০ মে দেশের রাজধানীতেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে। দুই দলের মধ্যে বেশ খানিকটা ব্যবধান রয়েছে। এই সুযোগেই চেন্নাই থেকে খানিকটা আগেভাগেই নয়াদিল্লি পৌঁছে গেলেন জাডেজা। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করেন ভারত তথা সিএসকের তারকা অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই সাক্ষাতের ছবি পোস্ট করে লেখেন, 'নরেন্দ্র মোদি সাহেব, আপনার সঙ্গে দেখা করে দারুণ লাগল। আমাদের জন্মভূমির স্বার্থে নিরন্তর নিজের সবটা দিয়ে খাটা খাটনি করা এক ব্যক্তির প্রকৃত উদাহরণ আপনি। আমি নিশ্চিত আপনি এভাবেই ভবিষ্যতেও সকলকে অনুপ্রাণিত করবেন।'


 






তবে জাডেজা কিন্তু এদিন একা ছিলেন না, তাঁর সঙ্গে তাঁর স্ত্রী রিভাবা জাডেজাও (Rivaba Jadeja) ছিলেন। দুইজনেই ফুলের তোড়া এবং উপহারসমেত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। প্রসঙ্গত, রবীন্দ্র জাডেদজার স্ত্রী রিভাবা জাডেজা কিন্তু বিজেপি (BJP) দলের সদস্য। রিভাবা গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটেই উত্তর জামনগর থেকে বিপুল ভোটে জয়ী হন।


শোনা যায়, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে প্রার্থী করার আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রথমবার ভোটের ময়দানে নেমে প্রধানমন্ত্রীকে হতাশ করেননি রিভাবা। তিনি ৫০ হাজার ভোটেরও অধিক ব্যবধানে জয়ী হন। রিভাবা আদপে পেশাগতভাবে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। তিনি করণি সেনার নেত্রীও বটে। পাশাপাশি রবীন্দ্র জাডেজার হোটেলের ব্যবসাও সামলান তাঁর স্ত্রী রিভাবা। 


আরও পড়ুন: শুধু সানস্ক্রিন ব্যবহার নয়, গরমের দিনে প্রখর রোদের হাত থেকে ত্বক রক্ষা করার জন্য আর কী কী করতে পারেন?