Rishabh Pant: বিশাল আর্থিক প্রতারণার শিকার ঋষভ পন্থ, খোয়ালেন প্রায় দেড় কোটি টাকা
Rishabh Pant Update: তাঁকে কম দামে গয়না এবং ঘড়ি দেওয়ার নাম করে বোকা বানিয়ে টাকা আদায় করেছেন এক ব্যক্তি। যিনি আবার নিজেকে হরিয়ানার ক্রিকেটার হিসেবে পরিচয় দিয়েছেন।
নয়াদিল্লি: বিশাল আর্থিক প্রতারণার শিকার হতে হল ঋষভ পন্থকে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে খোয়াতে হল প্রায় দেড় কোটি টাকা। তাঁকে কম দামে গয়না এবং ঘড়ি দেওয়ার নাম করে বোকা বানিয়ে টাকা আদায় করেছেন এক ব্যক্তি। যিনি আবার নিজেকে হরিয়ানার ক্রিকেটার হিসেবে পরিচয় দিয়েছেন। সূত্রের খবর, ঋষভের সঙ্গে ১.৬৩ কোটি টাকার প্রতারণা করেন। এই মর্মে পুলিশে অভিযোগ দায়ের করেন পন্থ। শুধু পন্থই নন, আরও এক ব্য়বসায়ীর সঙ্গেও আর্থিক প্রতারণা করেছেন। মুম্বই পুলিশ অভিযুক্তকে যদিও গ্রেফতার করেছে। এই মুহূর্তে আর্থার রোডের জেলে বন্দি অভিযুক্ত।
ঠিক কী হয়েছিল?
হরিয়ানার ক্রিকেটার পরিচয় দেওয়া মৃণাঙ্ক পন্থকে জানিয়েছিলেন যে সে বিলাশবহুল পণ্যের কেনা বেচার কাজ করেন। একটি ক্রিকেট প্রতিযোগিতায় গিয়ে না কি দুজনের মধ্যে পরিচয় হয়েছিল। সেখান থেকেই বন্ধুত্ব হয়। এরপর পন্থ তাঁক ফ্র্যাঙ্ক মুলার ভ্যানগার্ড সিরিজের ঘড়ি যার আনুমানিক মূল্য ৩৬.২৫ লক্ষ টাকা ও রিচার্ড ম্যুলে ঘড়ি, যার আনুমানিক মূল্য ৬২.৬০ লক্ষ টাকা সেই মৃণাঙ্ককে দেন। পন্থ চেয়েছিলেন এই দুটো জিনিস সর্বোচ্চ দামে মৃণাঙ্ক বিক্রি করে দিক।
এছাড়াও কিছু জিনিস কেনার জন্য় মোটা অঙ্কের টাকা মৃণাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন পন্থ। কিন্তু এরপর মৃণাঙ্ক পন্থকে একটি চেক দিলেও সেই অ্য়াকাউন্ট টাকা না থাকায় তা বাউন্স হয়। এরপরই পন্থ ও তাঁর ম্যানেজার পুনিত সোলাঙ্কি মিলে মৃণাঙ্কের বিরুদ্ধে ১.৬৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করে গত বছর ফেব্রুয়ারি মাসে।
গোটা ঘটনা এক বছরের ওপর অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু টাকা ফেরত পাওয়ার জন্য এবার শুনানিতে অংশ নিতে হবে তারকা এই তারকা ক্রিকেটারকে। সূত্রের খবর, আগামী ১৯ জুলাই এই মামলায় ফের শুনানি রয়েছে। সেখানেই ভার্চুয়ালি থাকার কথা পন্থের।