নয়াদিল্লি: গত বছরের ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রাথমিকভাবে তাঁর প্রাণ সংশয় থাকলেও, তা কাটিয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে আসন্ন আইপিএল বা এ বছর ঘরের মাঠে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপে যে পন্থ খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। চোট সারিয়ে পন্থ কবে মাঠে ফিরবেন, সেই অপেক্ষায় রয়েছেন তাঁর অগণিত অনুরাগী।


আপাতত নিজের বাড়িতে থেকে কঠোর অনুশাসন মেনে ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে এগোচ্ছেন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার। কিছুদিন আগে ক্রাচ হাতে নিজের ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটার ছবি পোস্ট করেছিলেন পন্থ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন যে, এক ধাপ করে তিনি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন।


এবার একটি নতুন পোস্ট করেছেন পন্থ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন ভারতের তারকা উইকেটরক্ষক। সেখানে দেখা যাচ্ছে যে, তিনি পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দাবার বোর্ড সামনে সাজিয়ে বসে রয়েছেন। ভক্তদের উদ্দেশে পন্থ লিখেছেন, কেউ কী আন্দাজ করতে পারছেন আমার বিরুদ্ধে কে দাবা খেলছে।


পন্থের এই স্টোরির স্ক্রিনশট খুব দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেহেতু এখন তিনি পুরোপুরি বাড়িতে রয়েছেন তাই আন্দাজ করা যায় যে বাড়ির কোন সদস্যের সাথেই দাবা খেলছেন তিনি। যদিও তার এই প্রশ্ন দেখে কোনও কোনও নেটিজেন মজা করে বলছেন, আপনি কি উর্বশী রউতেলার সঙ্গে দাবা খেলছেন? বলিউড অভিনেত্রী উর্বশীর সঙ্গে পন্থের সম্পর্ক নিয়ে জল্পনা কম কিছু হয়নি।


কয়েকদিন আগেই নিজের স্বাস্থ্যের আপডেট দিয়েছেন পন্থ নিজেই। তিনি দ্রুতই মাঠে ফিরবেন বলে জানিয়ে পন্থের দাবি এই চোট তাঁর জীবনদর্শন অনেকটাই বদলে দিয়েছে। পন্থ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'আমি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছি এবং ধীরে ধীরে সেরেও উঠছি। ভগবানের আর্শীবাদ ও মেডিক্যাল দলের তৎপরতায় আশা করছি দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরে আসব। এই পরিস্থিতিতে আমার চারিপাশের পরিবেশটা ইতিবাচক না নেতিবাচক, সেইটা বিচার করার মতো অবস্থায় নেই আমি। তবে সত্যি বলতে আমি যেভাবে জীবনটাকে দেখি, সেই ছবিটা আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। এখন আমি ছোট ছোট বিষয়গুলিও দারুণভাবে উপভোগ করি, যা সাধারণ সময়ে আমাদের চোখেই পড়ে না। আজকাল তো সবাই নিজেদের লক্ষ্যে পৌঁছতে, নিজের বিশেষ জায়গা গড়তে দিনরাত খাটা খাটনি করছেন। এই দৌড়ঝাপের মধ্য আমরা জীবনের ছোট ছোট আনন্দগুলি উপভোগ করতে তো বলতে গেলে ভুলেই গিয়েছি।'



আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির 'মহারাজ'