ওয়েম্বলি: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর বায়ো বাবল থেকে তিন সপ্তাহের ছুটি পেয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। সেই ছুটিতে ফুটবলে মেতে ঋষভ পন্থ। মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়ে ইংল্যান্ড বনাম জার্মানির ইউরো কাপের প্রি কোার্টার ফাইনাল ম্যাচ দেখে এলেন পন্থ। সঙ্গে ছিল তাঁর বন্ধুরাও।
ইউরো কাপে মঙ্গলবার ইংল্যান্ড বনাম জার্মানির খেলা ছিল। প্রি কোয়ার্টার ফাইনালের সেই মহারণ দেখতে মাঠে উপস্থিত ছিলেন পন্থ। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরা। পন্থ নিজেই সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে লেখেন, ‘দারুণ উপভোগ্য ফুটবল ম্যাচ।’ বন্ধুদের নিয়ে দর্শকাসনে বসে দেখলেন ২-০ গোলে ইংল্যান্ডের জয়। যদিও বিতর্ক বেধে গিয়েছে পন্থকে নিয়ে। কেন?
কারণ, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখলেও পন্থের মুখে ছিল না মাস্ক। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হয়েছেন পন্থ। অনেকেই প্রশ্ন করেন, করোনা পরিস্থিতিতে যেখানে মাস্ক ব্যবহারে জোর দেওয়া হচ্ছে, সেখানে কীভাবে বিনা মাস্কে বসে খেলা দেখলেন পন্থ? অনেকেই বলছেন যে, তারকাদের যেখানে উদাহরণ তৈরি করার কথা, সেখানে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন পন্থ।
শুরুটা সেই অস্ট্রেলিয়া সফর থেকে। তারপর দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ। আইপিএলের একাংশ। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে পাড়ি। করোনা পরিস্থিতিতে টানা জৈব সুরক্ষা বলয়ের কঠোর বিধির মধ্যে থাকতে থাকতে ক্রিকেটারেরা ক্লান্ত। সামনে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর তাই মানসিক ক্লান্তি আর একঘেয়েমি কাটাতে ক্রিকেটারদের দিন কুড়ির জন্য বায়ো বাবলের কড়াকড়ি থেকে মুক্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ফাঁকেই ফুটবল ম্যযাচ দেখতে গিয়েছিলেন পন্থ।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারত। যার প্রথম ম্যাচ ৪ অগাস্ট থেকে শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সব চেয়ে বেশি রান করেছিলেন পন্থ। তবে তাঁর আউট হওয়ার ধরন নিয়ে ফের প্রশ্ন উঠেছে।