এক্সপ্লোর
Advertisement
ম্যাচ চলাকালে ফেডেরারকে ছবি তোলার জন্য পোজ দিতে অনুরোধ অনুরাগীর, তারপর যা হল... দেখুন
শুধু তাঁর ক্রীড়া দক্ষতাই নয়, তাঁর আচরণের জন্যও অনুরাগীদের মন জিতে নেন সুইতজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেডেরার। আরও একবার এমনই একটি ঘটনা দেখা গেল। এবার ভক্তের ছবি তোলার আর্জি নিয়ে শিরোনামে উঠে এলেন ফেড-এক্স।
নয়াদিল্লি:শুধু তাঁর ক্রীড়া দক্ষতাই নয়, তাঁর আচরণের জন্যও অনুরাগীদের মন জিতে নেন সুইতজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেডেরার। আরও একবার এমনই একটি ঘটনা দেখা গেল। এবার ভক্তের ছবি তোলার আর্জি নিয়ে শিরোনামে উঠে এলেন ফেড-এক্স। তিনি কিন্তু কোনও ফটোশ্যুট করাননি।আসলে যে ছবি ঘিরে আলোচনা চলছ, তা ফেডেরার ম্যাচের সময় তুলেছিলেন। তাও এক অনুরাগীর অনুরোধ মেনে।
বুয়েনস আয়ার্সে সাশা জাভরেবের বিরুদ্ধে ম্যাচ খেলছিলেন তিনি। সেই সময় তাঁর এক অনুরাগী ফেডেরারকে ছবি তোলার জন্য পোজ দেওয়ার অনুরোধ করেন। আর ফেডারার তাঁর ওই অনুরাগীকে নিরাশ করলেন না। কোর্টেই একাধিক পোজ দিলেন।
এভাবে অনুরাগীর অনুরোধ মেনে পোজ দেওয়ায় সোশ্যাল মিডিয়া ফেডেরারের প্রশংসায় মেতেছে। উল্লেখ্য, এই ম্যাচের আগে ফেডেরার বলেছিলেন, এখনই টেনিসকে বিদায় জানানোর কথা ভাবছেন না তিনি। তিনি বলেন, অবসর গ্রহণ আমার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে। এখনই থেমে যাওয়ার কোনও কারণ দেখছি না।apparently one of the fans asked Federer to stand still so he could take a good picture 🤣 pic.twitter.com/SqshJCTI8n
— Muhammad (@RashadJuniorr) November 20, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement