নয়াদিল্লি: আগামী সপ্তাহেই ভারতীয় দলের ডেভিস কাপ (Davis Cup) অভিযান শুরু হতে চলেছে। নরওয়ের বিরুদ্ধে বিশ্বের গ্রুপ ১ টাইয়ে মুখোমুখি হবে ভারতীয় টেনিস দল। তার আগেই বড় ধাক্কা খেল ভারত। দলের সবথেকে অভিজ্ঞ টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna) এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন। শনিবারই (১০ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে এই সিদ্ধান্তের কথা জানান বোপান্না।


বোপান্নার পোস্ট


হাঁটুর চোটের জন্যই ডেভিস কাপে ভারতের হয়ে নামতে পারছেন না ২০১৭ সালের ফরাসি ওপেন মিক্সড ডাবলস চ্য়াম্পিয়ন। বোপান্নাকে আপাতত বিশ্রাম নেওয়ারই পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ভারতীয় টেনিস তারকা এই সিদ্ধান্তটি জানিয়ে নিজের সোশ্য়াল মিডিয়ায় লেখেন, 'দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আমি সবসময়ই ভালবাসি এবং এই বিষয়ে আমি বদ্ধপরিকরও বটে। তবে আমায় এই সপ্তাহে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি নরওয়ের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচে ভারতীয় দল থেকে নিজের নাম প্রত্যাহার করছি। আমার হাঁটুতে চোট রয়েছে এবং তার জন্যই আমায় কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারপরেই আমি আবার কোর্টে ফিরতে পারব।'


 






বোপান্নার বদলি কে?


১৬ এবং ১৭ সেপ্টেম্বর নরওয়ের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচ খেলতে নামবে ভারতীয় টেনিস দল। গত জুলাইয়েই এই ম্যাচের জন্য খেলোয়াড়দের নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল। ৪২ বছর বয়সি বোপান্না বাদেও, র‌্যাঙ্কিং অনুযায়ী ভারতের সেরা সিঙ্গলস খেলোয়াড় রামকুমার রমানাথন, প্রাজনেশ গুনেশ্বরণ, য়ুকি ভামব্রি, মুকুন্দ শশিকুমার ও সুমিত নাগালকেও এই ম্যাচের জন্য নির্বাচিত করা হয়েছিল। বোপান্না না থাকায় দক্ষতা এবং অভিজ্ঞতা, উভয় দিক থেকেই বেশ বড় ক্ষতি হল ভারতের। সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ) অবশ্য এখনও কোনও বোপন্নার বদলি হিসাবে কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি।


এই বছর জানুয়ারিতেই রমানাথনের সঙ্গে জুটি বেঁধে অ্যাডিলেড আন্তর্জাতিক এটিপি ২৫০ জিতেছিলেন বোপান্না। ডেভিস কাপ ডাবলসেও সম্ভবত এই জুটিই ভারতীয় দলের হয়ে কোর্টে নামতেন। তবে এমনটা আর হচ্ছে না। প্রসঙ্গত, বোপান্না চলতি যুক্তরাষ্ট্র ওপেনে ডাবলস এবং মিক্সড ডাবলস, উভয় বিভাগেই প্রথম রাউন্ডেই নিজের ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন।


আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার উইকেট নিয়ে ম্যাকগ্রার কৃতিত্বে ভাগ বসালেন স্টুয়ার্ট ব্রড